বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাত্র পাঁচ মিনিটেই পরিবর্তন হয়ে যাচ্ছে আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি নম্বর। গুগল থেকে কিছু সফটওয়্যার আর আমদানি করা ডিভাইস ব্যবহার করে আইএমইআই পরিবর্তন করে ফেলছে অসাধুচক্র। অবৈধ ও চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে, এ ধরনের মোবাইল ব্যবহার করে ফায়দা নিতে পারে অপরাধীরা।
আইএমইআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর পরিবর্তন করা এখন আর কঠিন কোনো কাজ নয়। কিছু ডিভাইস, আর কয়েকটি সফটওয়্যারের মাধ্যমে মাত্র মিনিট পাঁচেকের মধ্যে ১৫ ডিজিটের নম্বরটি পরিবর্তন করে ফেলছে অসাধুচক্র। সফটওয়্যার পাওয়া যায় গুগুলে বিনামূল্যে।
গোয়েন্দা পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে অবৈধ ও চোরাই মোবাইল বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে। যারা দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাই করা মোবাইলের আইএমইআই পরিবর্তন করে পুনরায় বিক্রি করে আসছিল।
চুরি হওয়া ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করলে ওই ফোন আর খুঁজে পাওয়া যায় না। কোনো অপরাধীর হাতে ফোন গেলে ফায়দা নিতে পারে বলে জানায় পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক জানান, তারা একটি সফটওয়্যার ব্যবহার করে দামি মোবাইলের আইএমইআই নম্বরও পরিবর্তন করে ফেলতে পারে। ওই সফটওয়্যার ইন্টারনেটে বিনা মূল্যে পাওয়া যায়, আবার অর্থের বিনিময়েও পাওয়া যায়।
মোবাইল চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে আইএমইআই নম্বরের মাধ্যমে অবস্থান খুঁজে বের করা হয়। প্রযুক্তির সহায়তায় অসাধুচক্র ক্লোন করছে এ নম্বরটিও। ফলে তৈরি হচ্ছে ঝুঁকি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুরি হওয়া ফোনের অবস্থান শনাক্ত করতে পারছে না। পুলিশ বলছে, শুধু নম্বর পরিবর্তন নয়, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের লক খুলতেও দক্ষ চক্রটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।