নয়া এই ই-বাইকে এক চার্জে পাবেন ১৭৫ কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ

Rorr EZ-বাইক

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতের বাজারে লঞ্চ হল নতুন বৈদ্যুতিক মোটর সাইকেল। সিঙ্গেল চার্জে মিলবে ১৭৫ কিলোমিটারের অনবদ্য রেঞ্জ । আকাশছোঁয়া চাহিদার কথা মাথায় রেখে Oben Electric লঞ্চ করল সংস্থার নয়া ই-বাইক Rorr EZ, মাত্র ২৯৯৯ টাকা থেকে করা যাবে প্রিবুকিং। মিলবে টেস্ট রাইডিংয়ের সুবিধাও।

Rorr EZ-বাইক

নয়া এই ই-বাইকিট ৮৯,৯৯৯ টাকা থেকে শুরু করে ১,০৯,৯৯৯ টাকা(এক্স-শোরুম) দামে লঞ্চ করা হয়েছে। ব্যাটারি প্যাকের উপর নির্ভর করে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ই-বাইক। একটি গোল আকৃতির LED হেডল্যাম্প রয়েছে বাইকটিতে। এটিতে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সহ একটি ট্যাবের মতো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

Rorr EZ-বাইকে 2.6 kWh, 3.4 kWh এবং 4.4 kWh এর ব্যাটারি প্যাক অপশন রয়েছে। 2.6 kWh ব্যাটারি প্যাক সহ বেস ভেরিয়েন্টটি সিঙ্গেল চার্জে প্রায় 110 কিলোমিটার রেঞ্জ প্রদান করে৷ কোম্পানির দাবি মাত্র ৪৫ মিনিটের মধ্যে হয়ে যাবে সম্পূর্ণ চার্জ। এই বাইকের 3.4 kWh ব্যাটারি ভেরিয়েন্টের রেঞ্জ প্রায় 140 কিলোমিটার। এটি মাত্র দেড় ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে চার্জ হয়ে যাবে।

কম দামের ২ স্মার্টফোন আনছে শাওমি

Rorr EZ এর 4.4 kWh ব্যাটারি ভেরিয়েন্ট প্রায় 175 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। এই বৈদ্যুতিক মোটরসাইকেলের সমস্ত ভেরিয়েন্টের সর্বোচ্চ গতি প্রায় 95 কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি মাত্র 3.3 সেকেন্ডে 0-40 kmph গতিবেগে পৌঁছাতে সক্ষম।