আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম গতকাল মঙ্গলবার পাঁচ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। তেল উৎপাদনকারী সংস্থা ওপেক প্লাস নতুন করে তেল সরবরাহ কমানোর ঘোষণা দিতে পারে, এমন সন্দেহে থেকে টানা চারদিন ধরে তেলের বাজার নিম্নমুখী রয়েছে বলে ধারনা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডেটা এবং অ্যানালিটিক্স ফার্ম ওয়ানদার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ক্রেগ এরলাম বলেন, গত চার দিন ধরে তেলের বাজারের দরপতন অব্যাহত রয়েছে। এর পেছনে ওপেক প্লাসের তেল সরবরাহ কমানোর নীতিগত সিদ্ধান্ত দায়ী।
গতকাল মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮৩ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৭ ডলার ২০ সেন্টে বিক্রি হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ওয়েল ৭২ সেন্ট বা ১ দশমিক শূন্য শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭২ ডলার ৩২ সেন্টে বিক্রি হয়েছে। এটি গত ৬ জুলাইয়ের পর উভয় ধরনের অপরিশোধিত তেলের সর্বনিম্ন দাম।
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থার নাম ‘ওপেক প্লাস’। রাশিয়ার সঙ্গে এই সংস্থার অভূতপূর্ব বন্ধুত্ব রয়েছে। মাত্র কয়েক দিন আগে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেন, তেলের বাজারে অস্থিরতা দূর করতে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।
এর আগে গত ৩০ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে সংস্থাটির নেতারা ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিকে প্রতিদিন ২২ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করতে সম্মত হন। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েতসহ মোট ১৩টি তেল রপ্তানিকারক দেশ ওপেকের সদস্য। তাদের মিত্রদের মধ্যে রয়েছে রাশিয়া, মালয়েশিয়া, বাহরাইনসহ আরও ১০টি দেশ। এদের একসঙ্গে ‘ওপেক প্লাস’ বলা হয়ে থাকে।
তেলের বাজারের এই দরপতনের মধ্যে আজ বুধবার ওপেক সদস্যভূক্ত দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।