বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কেউ কেনে শখে, কেউ বা দরকারে। তবে দু ক্ষেত্রেই চাহিদায় রয়েছে 400-500 সিসির মোটরসাইকেল। হাইয়ার সিসি বাইক কেনার জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে শোরুমগুলোতে। রয়্যাল এনফিল্ড, বাজাজ, জওয়া, কাওয়াসাকি-সহ একাধিক ব্র্যান্ড জমি শক্ত করার লক্ষ্যে নেমেছে। বাজার মাতাতে এরকমই 5টি বাইক লঞ্চ হতে চলেছে ভারতে। সেগুলি কী কী চলুন জেনে নেওয়া যাক।
কী কী বাইক আসছে?
আপনাদের জানিয়ে রাখি, বাজাজ, কেটিএম, রয়্যাল এনফিল্ড এবং ট্রায়াম্ফ 400 সিসির মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানিগুলির শোরুমে একাধিক হাইয়ার সিসি বাইক রয়েছে, তবে এগুলি একদম নতুন মডেল হতে চলেছে। যেখানে সেরা ফিচার্স, ডিজাইন এবং পারফরম্যান্স পাওয়া যাবে।
বাজাজ অটোর সিইও রাজীব বাজাজ নিশ্চিত করেছেন, নতুন ডমিনার 400 আসতে চলেছে বাজারে। এই বাইক একটি বড় আপডেট নিয়ে লঞ্চ হবে। অ্যাডভেঞ্চার বাইক সেগমেন্টে নতুন চমক হতে পারে ডমিনার। বাজাজ ছাড়াও, কেটিএম ঘোষণা করেছে, ভারতে তারা দুটি সুপার ডিউক লঞ্চ করবে। বাইকগুলোর টেস্ট রাইডও শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে রয়্যাল এনফিল্ড তাদের লাইনআপ আরও শক্তিশালী করার লক্ষ্যে গরিলা, নতুন ক্লাসিক 650, নতুন ববার এবং অ্যাডভেঞ্চার বাইক আনার ঘোষণা করেছে। এই মুহূর্তে কোম্পানি 350 সিসি, 410 সিসি, 450 সিসি এবং 650 সিসির বাইক বিক্রি করে। 350 সিসিকে বাদ রেখে বাকি সেগমেন্টগুলোতে জোর দিতে চাইছে এই ভারতীয় ব্র্যান্ড।
পিছিয়ে নেই ট্রায়াম্ফ মোটরসাইকেলও। গত বছরই বাজাজের সঙ্গে হাত মিলিয়ে দুটি দুর্ধর্ষ বাইক – Speed 400 এবং Scrambler 400X লঞ্চ করেছে ভারতে। যেহেতু বাইকদুটোর জন্য ভালো সাড়া পেয়েছে কোম্পানি, তাই আগামীদিনে আরও বেশ কিছু হাইয়ার সিসি বাইক ক্রেতারা উপভোগ করতে পারেন।
এই ব্রিটিশ ব্র্যান্ড Thruxton 400 নামে নতুন বাইক আনতে পারে। এটির ডিজাইন থাকবে ট্রায়াম্ফ স্পিড ট্রিপল আরআর বাইকের মতো। তবে পারফরম্যান্স থাকবে স্পিড 400 এর কাছাকাছি। 2.50 লাখ টাকা দাম থাকতে পারে। মিলবে LED লাইটিং, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল ABS ইত্যাদি ফিচার্স।
৫টি নতুন বাইক হল –
* নতুন ডমিনার 400
* বাজাজ আরএস 400
* ট্রায়াম্ফ থ্রক্সটন 400
* আপডেটেড কেটিএম আরসি 390
* আপডেটেড কেটিএম অ্যাডভেঞ্চার 390
প্রসঙ্গত, বাজাজ অটো চলতি মাসে সবচেয়ে বড় পালসার NS400Z লঞ্চ করেছে। 1.85 লাখ টাকা দামি এই বাইক নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এটি ভারতের সবথেকে সস্তা 400 সিসি সেগমেন্টের বাইক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।