জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) একটি প্রকল্পের জন্য মুররাহ জাতের ৯৫টি মহিষ কিনতে ভারতে গেছেন ৫ কর্মকর্তা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের জন্য ভারতীয় মুররাহ জাতের মহিষ কিনতে তারা যান।
ভারত সফরে যাওয়া কর্মকর্তারা হলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: হেমায়েত হোসেন, বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আব্দুস সামাদ, প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব ও উপ-প্রকল্প পরিচালক ড. মো: আশাদুল আলম।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক অফিস আদেশ সূত্রে এসব তথ্য জানা যায়। তাদের দেশে ফেরার কথা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার।
মন্ত্রণালয়ের অফিস আদেশ সূত্রে জানা যায়, মুরাহ জাতের মহিষ কিনতে প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের (পিএসআই) জন্যে তাদের ভারতে ভ্রমণের অনুমোদন দেয়া হয়। তামাম করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এই সফরের খরচ বহন করছে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের গবেষণার জন্য মহিষ কেনার দরপত্রের স্পেসিফিকেশন করে দিয়েছিলেন প্রাণী প্রজনন বিশেষজ্ঞ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ড. পারভীন মোস্তারি।
নিয়ম অনুযায়ী, এই সফরে বিশেষজ্ঞ হিসেবে ড. পারভীন মোস্তারির যাওয়ার কথা ছিল।
এদিকে যাদের এ সফরে যাওয়া প্রয়োজন ছিল না, তাদের এই সফরে যাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।