স্পোর্টস ডেস্ক : হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেমেছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করা পাকিস্তানের ইনিংসের সময় একটি ভুল করে বসেছেন দুই অনফিল্ড আম্পায়ার। দিয়ে বসেছেন ৫ বলের এক ওভার।
ইনিংসের ১৪তম ওভারের ঘটনা সেটি। বল করতে আসেন ডাচ পেসার পল ফন মিকেরেন। মোহাম্মদ রিজওয়ানকে করা প্রথম তিন বল ডট করেন। চতুর্থ বলে রিজওয়ান এক রান নিলে স্ট্রাইকে আসেন সৌদ শাকিল। পঞ্চম বলে তিনি মিকেরেনকে বাউন্ডারি হাঁকানোর পর ওভার সমাপ্ত করে দেন আম্পায়ার। ১৫তম ওভারের খেলা শুরু হয়।
সেসময় অনফিল্ড দুই আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও ক্রিস ব্রাউনের কেউই বিষয়টি খেয়াল করেননি যে ভুলটা হচ্ছে। টিভি আম্পায়ার রড টাকারের পক্ষ থেকেও অনফিল্ড আম্পায়ারদের কাছে ভুল হওয়ার কোনো বার্তা আসেনি।
আম্পায়ারদের এ সংক্রান্ত ভুলের জন্য আইসিসির ১৭.৫ ধারায় বলা হয়েছে, ‘যদি আম্পায়ার সঠিক বলের গণনায় ভুল করেন, তাহলে আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই গণ্য করতে হবে।’
ঘটনার ৮ ওভার পর আরেকটি ভুল ধরা পড়ে। ২২তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান সৌদ শাকিল। তখন খেয়াল করেন নেদারল্যান্ডস সার্কেলের বাইরে অতিরিক্ত একজন খেলোয়াড় রেখেছে। আম্পায়ার ওই বল নো ডাকেন এবং ফ্রি হিটের সংকেত দেন, তাতে ছক্কা হাঁকান শাকিল। ম্যাচে শেষপর্যন্ত ৪৯ ওভারে অলআউট হওয়ার সময় ২৮৬ রান পর্যন্ত যেতে পেরেছে পাকিস্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।