বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : গাড়ি কেনার সময় অনেকেই গাড়ির নিরাপত্তা ব্যবস্থার চেয়ে লুক ও স্টাইলে মনোযোগ দিয়ে থাকেন। কিন্তু মনে রাখা ভালো, গাড়ির বাহিরের চাকচিক্য যতোটা না দরকারি তারচেয়ে বেশি দরকারি এর নিরাপত্তা ব্যবস্থা কতটুকু উন্নত। ভারতের বাজারে সবচেয়ে নিরাপদ গাড়ির তালিকা দখল করে আছে বেশ কিছু গাড়ি। নিরাপত্তা ফিচার, লুক এবং স্টাইল সব ক্যাটাগরি বিবেচনায় ভারতের বর্তমান বাজার দখলে এগিয়ে আছে বেশ কিছু ব্যক্তিগত গাড়ি। জেনে নেওয়া যাক, কোন ৫টি গাড়ি ভারতের বাজারে সবচেয়ে বেশি বাজার দখল করে আছে।
টাটা আলট্রোজ
গাড়িটি ফাইভ স্টার অ্যাডাল্ট অকুপ্যান্ট প্রোটেকশন এবং থ্রি স্টার চাইল্ড অকুপ্যান্ট প্রোটেকশনসহ বাজারে ক্রেতাদের মনোযোগ কেড়েছে। এতে ডুয়াল এয়ারব্যাগ, এবিএস, রিয়ার পার্কিং সেন্সর, কর্নারিং স্টেবিলিটি কন্ট্রোল, চাইল্ড সিট মাউন্ট এবং ব্রেক ওয়ে কন্ট্রোলের মত ফিচার রয়েছে। ভারতের বাজার মূল্যে এর প্রাথমিক দাম ধরা হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। এটি ভারতে খুব জনপ্রিয় একটি গাড়ি।
টাটা পাঞ্চ
ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর একটি টাটা পাঞ্চ। এটিও ফাইভ স্টার রেটিং পাওয়া একটি গাড়ি। এতে রয়েছে অটোমেটিক হেডলাইট, কানেক্টেড গাড়ি প্রযুক্তি, ৭ ইঞ্চির একটি টাচস্ক্রিন ডিসপ্লে, সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, ক্রুজ কন্ট্রোল, অটো এয়ার কন্ডিশনার এবং আরও অনেক ফিচার। নিরাপত্তার জন্য রিয়ার পার্কিং সেন্সর, রিয়ার-ভিউ ক্যামেরা, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ। এর এক্স শোরুম দাম ভারতের বাজারে ৬ লাখ থেকে সাড়ে ৯ লাখ টাকার মধ্যে।
মাহিন্দ্র এক্সইউভি
গাড়িটি ৫ স্টার রেটিং নিয়ে বাজারে রাজ করছে। এতে রেইন সেন্সিং ওয়াইপার, অটো এসি, ক্রুজ কন্ট্রোল এবং অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডাবল কিক ডাউন শিফট, অ্যাডভান্সড ক্রিপ ফাংশন, সানরুফসহ আরও অনেক দুর্দান্ত ফিচার রয়েছে। এর এক্স-শোরুম দাম প্রায় সাড়ে ৮ লাখ টাকা থেকে শুরু হয়।
ভক্সওয়াগেন তাইগুন/স্কোডা কুশাক
ভারতের অন্যতম নিরাপদ গাড়ি এটি। এটিও ক্র্যাশ টেস্টে ৫ স্টার নিরাপত্তা রেটিং পাওয়া একটি গাড়ি। এ দুটি গাড়িতেই সিকিওরিটি ফিচার রয়েছে, যেমন টায়ার প্রেসার মনিটর সিস্টেম, চাইল্ড সিট অ্যাঙ্করেজ, ইএসসি, ইবিডিসহ এবিএস, ডুয়াল এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, থ্রি-পয়েন্ট সিটবেল্ট। গাড়ি দুটির এক্স-শোরুম দাম ভারতে যথাক্রমে ১০ লাখ উননব্বই হাজার ও ১১ লাখ ৬২ হাজার টাকা থেকে শুরু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।