বিনোদন ডেস্ক : শাহরুখের আলোচিত ছবি ‘জওয়ান’ যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে, তা এরইমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশেও মুক্তি পেয়েছে ছবিটি। যে কারণে শাহরুখ-ভক্তরাও ভীষণ উচ্ছ্বসিত। বিভিন্ন ভারতীয় পত্রিকার বরাতে জানা যায়, এই ছবিতে রয়েছে ভরপুর চমক। বলিউড ফিল্ম সমালোচকদের কাছ থেকে ‘জওয়ান’ পেয়েছে ৪.৫ স্টার। তাদের ভাষ্য মতে, চিত্রনাট্য, এডিটিং ও অভিনয়ে অন্য ছবিকে ছাড়িয়ে যাবে শাহরুখের ‘জওয়ান’। শুধু তাই নয়, ছবির গল্পে রয়েছে অজস্ত্র টুইস্ট। ফিল্ম সমালোচকরা বেছে নিয়েছেন এই ছবির পাঁচটি নজরকাড়া দিক। এ কারণগুলোর জন্যই নাকি দেখতে হবে ‘জওয়ান’। তা কী সেই চমক?
জানা গেছে, এ ছবিতে বেশ কয়েকটা লুকে দেখা যাবে শাহরুখকে। আর প্রত্যেকটি লুকেই শাহরুখের এন্ট্রি চমকে দেওয়ার মতো। এমনকি ট্রেলারে যে যে লুক দেখা গেছে, তার বাইরেও রয়েছে শাহরুখের আরও একটি লুক। যা কিনা হতবাক করবে দর্শকদের। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী নয়নতারার এন্ট্রি দৃশ্যেও আছে বড়সড় চমক। শাহরুখের পাশে মুগ্ধ করবেন তিনিও।
ফ্ল্য়াশব্য়াক দৃশ্য়ের প্লট ও শাহরুখের অভিনয় এ সিনেমার বড় প্রাপ্তি। দুরন্ত এডিটিংয়ে আলাদা করে নজর কাড়বে ‘জওয়ান’। ছোট্ট চরিত্র হলেও ঝলক দেখিয়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত। ছবিতে তাদের এন্ট্রি গল্পের ইউটার্ন।
আর, শাহরুখ তো আছেনই। তবে খলনায়ক হিসেবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ‘জওয়ান’ ছবির বড় চমক। তার অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণীয় দিক।
এদিকে আজ থেকে বাংলাদেশের ৫০টি হলে চলবে ‘জওয়ান’। সেগুলো হলো স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, সীমান্ত স্কয়ার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন্স সিনেমা হল (কেরানীগঞ্জ), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), মধুমিতা (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বিজিবি অডিটরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), বালি আর্কেড সিনেপ্লেক্স (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা হল (চট্টগ্রাম), মনিহার (যশোর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা)।
এছাড়া রাজশাহীর হাই-টেক পার্ক সিনেপ্লেক্স, রাজতিলক ছাড়াও সিনেমাটি দেখা যাবে নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্সে (বগুড়া), মম ইন (বগুড়া), সেনা অডিটরিয়াম (সাভার), রূপকথা (পাবনা), উল্কা (গাজীপুর), নন্দিতা (সিলেট), গ্রান্ড থিয়েটার (সিলেট), রাজ সিনেমা (কুলিয়ারচর), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), মাধবী (মধুপুর), রাজিয়া (নাগরপুর), রুটস (সিরাজগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (শান্তাহার), তাজ (নওগাঁ), দর্শন (ভৈরব), অভিরুচি (বরিশাল), বনলতা (ফরিদপুর), চন্দ্রিমা (শ্রীপুর) সিনেমা হলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।