জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্রদের জন্য পাঁচ টাকায় ব্যাগ ভর্তি সবজির বাজার চালু করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
‘ফাইট আনটিল লাইট’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি মাত্র পাঁচ টাকার বিনিময়ে প্রায় দেড় শতাধিক হতদরিদ্র, পঙ্গু ও প্রতিবন্ধী পরিবারকে পাঁচ কেজি ওজনের প্রায় ২০০ টাকার সবজির বাজার ব্যাগে ভরে দেন। নামমাত্র মূল্যে ব্যাগ ভর্তি সবজি পেয়ে খুশি তারা।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চত্বরে এ বাজার চালু করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক, ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের, ইউপি সদস্য রাশিদা, ফুল এর ব্যবস্থাপক রবিউল ইসলাম ও স্থানীয়রা।
সংগঠনটি প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে পাঁচ টাকায় ব্যাগ ভর্তি বাজার তুলে দেন। বাজারের প্যাকেজে ছিল ডিম, ফুলকপি, সিম, লালশাক, বেগুন, মুলা, ধনে পাতা। পাঁচ টাকার বিনিময়ে প্রায় দুইশত টাকার সবজি কিনতে আসা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন অনেক খুশি।
ঘোগাদহ ইউনিয়নের চৈতার খামার গ্রামের রাবেয়া বেগম জানান, সারাদিন ভিক্ষা করে একশ টাকা জোটে না। সেখানে মাত্র পাঁচ টাকায় প্রায় দুই শত টাকার সবজি ও একটি ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এ বাজার আমাদের জন্য আশীর্বাদ।
ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, এ বাজার থেকে পাঁচ টাকার বিনিময়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা ডিমসহ ৫-৬ টি আইটেম ক্রয় করতে পারবেন। সংগঠনের নির্ধারিত দিনে দেড় থেকে ২০০ মানুষ এখান থেকে সবজি কিনতে পারবেন বলে জানান তিনি।
বুড়ো বয়সে বিয়ে করলে যেমন লাগে তেমনই লাগছে : পরমব্রত চ্যাটার্জি
তিনি আরও জানান, আমরা জেলার প্রতিটি উপজেলায় এ বাজার চালু করার চেষ্টা করছি। প্রতিটি উপজেলায় প্রথমত একদিন করে এ বাজার থেকে পাঁচ টাকায় সবজি কিনতে পারবেন হতদরিদ্ররা। তবে সপ্তাহে একদিন বুধবার করে বাজার চালু থাকবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।