লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিন অভ্যাসের বশেই আমরা অনেক কাজ করি, আবার অনেক কাজ করি না। খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন, এই সূক্ষ্ম কাজগুলোই কিন্তু আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে। তাই খেয়াল রাখতে হবে নিজের অভ্যাসগুলোর দিকে। বিশেষভাবে সকালের অভ্যাসগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু সকাল দিয়ে শুরু হয় আমাদের দিন, তাই সকালের অভ্যাসগুলো ঠিক না হলে দিনটাই পণ্ড হবে। সেই সঙ্গে কোন অভ্যাসগুলো জীবন থেকে বাদ দিতে হবে, তা জানতে হবে। তা নাহলে জীবনে কোনোভাবেই সফলতার দেখা মিলবে না। চলুন জেনে নেওয়া যাক, সকালের কোন অভ্যাসগুলো জীবনে বয়ে আনতে পারে অসফলতা।
১. ‘আরেকটু ঘুমিয়ে নিই’ জাতীয় অভ্যাস
অনেক মানুষের মধ্যেই এ ব্যাপারটি লক্ষ্য করা যায়। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়েই আবার কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যান। এটি খুব সূক্ষ্ম একটি সমস্যা মনে হতে পারে; কিন্তু এটি আপনার মস্তিষ্ককে একধরনের সংকেত দেয়। আপনার মস্তিষ্ক ধারণা করে নেয়, আপনি দিনটির মুখোমুখি হতে চাইছেন না। এতে আপনার পুরো দিনের ওপরেই একধরনের নেতিবাচক প্রভাব পড়ে। সফল ব্যক্তিরা এই কাজ করেন না। তাঁরা অ্যালার্ম বাজার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েন।
২. সকালের নাশতা এড়িয়ে যাওয়া
সকালের খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায়, বেশির ভাগ মানুষই সকালে কিছু না খেয়েই কাজে বেরিয়ে পড়েন। যা মোটেও ঠিক নয়। এতে কোনোভাবেই কাজে মন বসে না, মেজাজও হয়ে থাকে খিটখিটে। শুধু তা–ই নয়, এটি আপনার স্বাস্থ্যের ওপরেও ফেলে অনেক নেতিবাচক প্রভাব। তাই চেষ্টা করুন ঘুম থেকে একটু আগে উঠে গিয়ে হলেও সকালের নাশতা করেই কাজে বের হতে।
৩. শারীরিক স্বাস্থ্যের প্রতি অবহেলা
সকালের মাত্র কয়েক মিনিটের শারীরিক ক্রিয়াকলাপ আপনার মন থেকে শুরু করে শরীরকে করে তুলতে পারে সুন্দর। তবে অলসতার কারণে অনেকেই ঘুমিয়ে থাকেন এবং সকালের যেকোনো ধরনের শারীরিক ক্রিয়াকলাপ থেকে দূরে থাকেন। যা মোটেও স্বাস্থ্যের ওপর কোনো ইতিবাচক প্রতিক্রিয়া বয়ে আনতে পারে না। অন্যদিকে স্বাস্থ্যই কিন্তু সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই আপনার স্বাস্থ্যই যদি ভালো না থাকে, জীবনে সফল হওয়া দুষ্কর।
৪. পরিকল্পনা ছাড়াই দিন শুরু করা
অসফল ব্যক্তিদের দিনের শুরু কীভাবে করবে এবং তাঁরা কী চায়, এ নিয়ে কোনো পরিকল্পনা থাকে না। ফলস্বরূপ, দিন শেষে তাঁদের ঝুলিও থাকে শূন্য। অন্যদিকে সফল ব্যক্তিরা কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সচেতন। তাঁরা খুব ভালোভাবেই জানেন, তাঁরা দিন শেষে কী চান এবং কীভাবে পরিকল্পনা করলে তা অর্জন করা যাবে। তাই চেষ্টা করুন, পরিকল্পনামাফিক একটি দিন শুরু করার।
৫. তাড়াহুড়া করে দিন শুরু করা
যখন আপনি তাড়াহুড়া করে কোনো কাজ করেন, তখন আপনি এক ধরনের চাপ অনুভব করেন। অসফল ব্যক্তিদের জীবনের একটি সাধারণ দৃশ্য হলো এটি। তাঁরা সকালে ঘুম থেকে ওঠেন দেরি করে। এরপর শুরু হয় তাড়াহুড়া। সকালের নাশতা করতে পারেন না। নিজেকে নিয়ে ভাবার সময় পান না। কী করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারেন না। যার ফলে দিন শুরুই হয় একধরনের বিশৃঙ্খলার মধ্য দিয়ে এবং তা সারা দিনের সব কার্যকলাপের ওপরেই প্রভাব ফেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।