পিন ছাড়া সব কার্ডে ৫ হাজার টাকা লেনদেন করা যাবে

জুমবাংলা ডেস্ক : আগে কেবল ক্রেডিট কার্ডে কন্ট্যাক্টলেস বা পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করা যেত। এখন থেকে সব ধরনের কার্ডে পিন ছাড়া লেনদেন করা যাবে। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে। অনেক সময় এমন হয় যে, নিজে গিয়ে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। আবার নিরাপত্তার কারণে কার্ডের পিন নম্বরও অন্য কাউকে বলা যায় না। এখন নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

তবে এ ক্ষেত্রে কার্ডধারী যেন বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে না পড়েন, সে জন্য লেনদেনের সীমা কমিয়ে রাখা হয়েছে।