আন্তর্জাতিক ডেস্ক : চারটি শাবকসহ খাঁচা থেকে হঠাৎ বেরিয়ে যায় একটি সিংহ। এই ৫টি সিংহ ঘুরতে শুরু করে চিড়িয়াখানায়। এই খবর শুনে তড়িঘড়ি করে চিড়িয়াখানা লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। বুধবার (২ নভেম্বর) ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।
দেশটির গণমাধ্যমের খবর, খবর পাওয়ার কম সময়ের মধ্যেই সিংহ ও তিনটি শাবক খাঁচায় ফিরে গেছে। একটিকে অচেতন করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, সকাল সাড়ে ছয়টার দিকে তারোঙ্গা চিড়িয়াখানায় চার শাবকসহ একটি সিংহকে খাঁচার বাইরে হেঁটে বেড়াতে দেখা যায়।
চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সিমন ডাফি স্থানীয় গণমাধ্যমকে জানান, এ ধরনের ঘটনা দুঃখজনক। তবে অবশ্যই এর তদন্ত হবে। সিংহগুলো তাদের খাঁচাসংলগ্ন ছোট্ট এলাকায় চলে এসেছিল। সেখান থেকে ১০০ মিটার দূরত্বেই ছিলেন কিছু অতিথি। তারা চিড়িয়াখানায় রাত্রি যাপন করছিলেন। ঘটনার পরপরই কর্মীরা সেখানে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
নিরাপদ দূরত্বে রাখতে সিংহের এলাকাটি ৬ ফুট উঁচু বেড়া দিয়ে ঘেরা। আর পুরো চিড়িয়াখানাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা।
বাড়ির ছাদেই উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী, মুহূর্তে ভাইরাল
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে খাঁচা থেকে সিংহ পালানোর ১০ মিনিটের মধ্যে একজন কিপার অ্যালার্ম বাজিয়েছেন। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চিড়িয়াখানায় সিংহের প্রদর্শনী বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।