বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত যোগাযোগ ছাড়াও অফিসের কিংবা অন্যান্য জরুরি কাজেও দিন দিন গুরুত্ব বাড়ছে হোয়াটসঅ্যাপের। ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে কিছুদিন পরপর নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি। সম্প্রতি অনেক দুর্দান্ত ফিচার লঞ্চ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
বিশ্বের প্রায় সব জায়গাতেই হোয়াটসঅ্যাপ এখন বেশ জনপ্রিয়। মাধ্যমটিকে আরও জনপ্রিয় করার জন্য কখনও নিরাপত্তার দিকে খেয়াল করে, কখনো আবার বিনোদনের দিকে নজর রেখে একের পর নতুন ফিচার হাজির করছে কোম্পানিটি।
চলুন জেনে নেয়া যাক, হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ও প্রয়োজনীয় কিছু ফিচার সর্ম্পকে-
স্ক্রিন শেয়ারিং
ভিডিও কলে কথা বলার সময় ফোনের স্ক্রিন শেয়ারিংয়ের সুবিধা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এতে করে ওয়ান-অন-ওয়ান ভিডিও কল বা গ্রুপ কলের মাধ্যমে কোনো প্রেজেন্টেশন দেয়া যাবে সহজেই।
এছাড়া অনলাইন শপিং বা অনলাইনে মোবাইল বা কম্পিউটারের কোনো ফাইল রিসিভারকে দেখাতে চাইলে কাজে আসবে এই ফিচার। স্ক্রিন শেয়ার করার জন্য ভিডিও কলের সময়ে নিচে বা দিক থেকে দ্বিতীয় একটি অ্যারো চিহ্ন থাকবে তাতে ক্লিক করতে হবে।
চ্যাট লক
ব্যক্তিগত চ্যাট নিরাপদ রাখার জন্য চ্যাট লক হোয়াটসঅ্যাপের দারুণ একটি ফিচার। ব্যক্তিগত কোনো তথ্য বা চ্যাটগুলো যাতে অন্য কেউ দেখতে না পারে বা অ্যাক্সেস না পায়, সেটি নিশ্চিত করবে এই ফিচার।
ফিচারটি চালু করতে প্রথমে যে চ্যাট লক করতে চান তাতে ক্লিক করুন। এবার তার নামে ট্যাপ করুন। এরপর স্ক্রল করে নিচের দিকে গেলে চ্যাট লক অপশন পাবেন। সেটি অন করলেই যে ব্যাক্তির তথ্য গোপন রাখতে চান সেটি চ্যাট লক হয়ে যাবে।
সাইলেন্স আননোন কলস
অনেক সময়ই হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কল আসে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তবে এ থেকে পরিত্রাণের উপায় রয়েছে হোয়াটসঅ্যাপে।
ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে আনা ফিচারটি চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংস অপশনে যেতে হবে। এর পর্যায়ক্রমে প্রাইভেসি, কলস, সাইলেন্স আননোন কলস অপশনে ক্লিক করতে হবে। সাইলেন্স আননোন কলস অপশনটি চালু হলে ফোন রিং বা ভাইব্রেট হবে না, তবে কল সেকশন গিয়ে কোন কোন নম্বরে ফোন এসেছে তা দেখতে পারবেন।
ক্যালেন্ডার সার্চ
হঠাৎ করে অনেক সময় পুরোনো মেসেজ প্রয়োজন হতে পারে। তবে স্ক্রল করে করে সেটি খুঁজে বের করা বেশ সময় সাপেক্ষ। আবার অনেক সময় কী মেসেজ পাঠানো হয়েছে সেটি মনে নাও পড়তে পারে। তবে এর সমাধান রয়েছে হোয়াটসঅ্যাপে।
অ্যাপটিতে মেসেজ খুঁজে বের করতে চ্যাটের সার্চ বারে যেতে হবে। এখানকার ক্যালেন্ডার আইকনে ক্লিক করলে নির্দিষ্ট তারিখের মেসেজ খুঁজে পাওয়া। তবে এই ফিচারটি বর্তমানে বিটা ভার্সনে পরীক্ষাধীন থাকায় অনেকেই এখনও ফিচারটির সুবিধা পাচ্ছেন না।
হোয়াটসঅ্যাপ চ্যানেলস
বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড়, প্রতিষ্ঠানসহ সেলিব্রেটি এমনকি মিডিয়া হাউজগুলোকে ফলো করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। ২০২৩ সালে চালু হওয়া এ ফিচারের সাহায্যে বিশিষ্ট ব্যক্তি, সেলিব্রেটি ও প্রতিষ্ঠানের পোস্ট, ছবি ইত্যাদি আপডেট মিলবে হোয়াটসঅ্যাপ থেকেই।
ফিচারটির সুবিধা পেতে প্রথমে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস অপশনে যেতে হবে। সেখান থেকে পছন্দের চ্যানেল ফলো করলেই নিয়মিত সেই চ্যানেলের আপটেড পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।