পাঁচ বছরে প্রতিরক্ষা রপ্তানি বেড়েছে ৩৩৪ শতাংশ, দাবি ভারতের

প্রতিরক্ষা রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক : গত পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের রপ্তানি ৩৩৪ শতাংশ বেড়েছে। যৌথ উদ্যােগের সুবাদে ভারত এখন ৭৫টিরও বেশি দেশে এসব সরঞ্জাম রপ্তানি করছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিরক্ষা রপ্তানি

পিআইবি এক টুইট বার্তায় বলেছে, ‘ভারতীয় প্রতিরক্ষা খাত এক বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছে।

পিআইবি তাদের টুইট বার্তায় ভারতের প্রতিরক্ষাখাতে দেশীয় প্রযুক্তির সংযোজন ও উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত কিছু পরিসংখ্যানও প্রকাশ করেছে। এতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের সাম্প্রতিক কমিশনিংয়ের কথাও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে দেশীয় এমকে-৩ হেলিকপ্টারের স্কোয়াড্রন মােতায়েন ও নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি পির’ সফল পরীক্ষার কথা জানিয়েছে তারা।

ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন, প্রতিরক্ষা খাতে সামগ্রিকভাবে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যােগের সুফল পাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের মধ্যে থাকতে চায় ভারত।

বলিউড কাঁপাতে অ্যাকশন সিনেমা নিয়ে আসছেন সালমান খান ও আলি আব্বাস

অজয় কুমার আরো বলেছেন, গত ৭৫ বছর ধরে ভারত বিশ্বের অন্যতম প্রতিরক্ষা পণ্য আমদানিকারক। কিন্তু সরকার এখন এই পরিস্থিতির পরিবর্তন চায়।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস।