৫ বছর পর্দায় একসঙ্গে প্রভাস-আনুশকা

প্রভাস-আনুশকা

বিনোদন ডেস্ক : তেলুগু সিনেমার জনপ্রিয় জুটি প্রভাস ও আনুশকা শেঠি। ‘বিল্লা’,‘মির্চি’, ‘বাহুবলি’র মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘বাহুবলি’ সিনেমার পর সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল যে সত্যিকারের দম্পতি হতে যাচ্ছেন তারা। তবে এটি নিছক একটি গুঞ্জন ছিল।

প্রভাস-আনুশকা

দক্ষিণ ভারতের ‘বাহুবলি’ সিনেমা অসাধারণ গ্রাফিক্স,কোরিওগ্রাফি, গল্প আর দুর্দান্ত অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই সঙ্গে এই সিমের সিক্যুয়েলের জন্যও মুখিয়ে ছিল দর্শকরা। ২০১৭ সালে মুক্তি পায় এ জুটির ‘বাহুবলি টু’ সিনেমাটি। এই সিনেমার দর্শপ্রিয়তা এখনো শীর্ষে রয়েছে।

এরপর একসঙ্গে প্রভাস-আনুশকার কাজ করার গুঞ্জন এসেছে অনেকবার কিন্তু তার বাস্তব রূপ নেয়নি। অবশেষে দীর্ঘ ৫ বছর পর আবার জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় এই জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম টলিউড ডটনেটের এক প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালক মারুথির সিনেমার মধ্য দিয়ে প্রভাস ও আনুশকা জুটি পর্দায় ফিরছেন আবারো। খুব শিগগির এ সিনেমার ঘোষণা দেবেন নির্মাতারা।

শোনা যাচ্ছে এ সিনেমায় তিনটি প্রধান নারী চরিত্র রয়েছে। তার মধ্যে একটিতে অভিনয় করবেন আনুশকা শেঠি। অন্য দুই নারী চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছেন নির্মাতারা। কমেডি ঘরানার এই সিনেমা প্রযোজনা করবেন ডিভিভি দানাইয়া। নির্মাতারা ২-৩ শিডিউলের মধ্যের সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা করছেন।

ইন্টারনেট সার্চে পদ্মা সেতু নিয়ে যত তথ্য

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রাধে শ্যাম’। রাধা কৃষ্ণা পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে সফলতা পায়নি অন্যদিকে আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। ২০২০ সালে মুক্তি পায় এটি।