বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রিতে পা দিতেই নিজেকে পরিচয় করিয়ে দেন ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে। তাক লাগানো অভিনয়, নজরকাড়া হাসি, আর মিষ্টি ব্যবহারে রাতারাতি হয়ে উঠেছিলেন ‘টক অব দ্য টাউন’। এছাড়া অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তার রসায়নের জোর চর্চা হয় সেই সময়। তিনি সাইফ আলি খান কন্যা সারা আলি খান।
কেদারনাথের পরই তাকে দেখা যায় সিম্বা সিনেমায়। মাত্র তিন সপ্তাহের গ্যাপে মুক্তি পেয়েছিল দুটি ছবি। এমনকি প্রায় একসঙ্গেই শ্যুটিং চলেছিল দুই ছবির।
বিষয়টি অজানা থাকলেও এবার নিজ থেকেই অনেক কিছু স্বিতার করলেন সারা। তিনি বলেন প্রথম ছবিতে কাজ করার সময়ই তার নামে কেদারনাথ ছবির নির্মাতা মামলা করেছিলেন।
জানা যায়, কেদারনাথের শুটিং চলাকালে রোহিত শেঠীর সিম্বার জন্য রাজি হয়ে যান অভিনেত্রী। অন্যদিকে, প্রায় বছর দুয়েক ধরে চলে কেদারনাথের শুটিং। একাধিক বার পিছিয়ে যায় ছবিমুক্তির সময়। তাতেই খানিক ধৈর্যচ্যুতি ঘটে সারার।
সিম্বা ছবির শুটিং শুরু করতেই ছবির পরিচালক অভিষেক কাপুর ও প্রযোজক অভিনেত্রীর নামে ৫ কোটি টাকার মামলা করেন। জীবনের প্রথম ছবিতে এত বড় ধাক্কায় খানিক ভেঙে পড়েন সারা।
সে সময় বেশ ঘাবড়ে যান সারা। তার কথায়-‘সময়টা খুব কঠিন ছিল। কারণ, মা তখন দিল্লিতে আর আমার দাদু মৃত্যুশয্যায়। ইব্রাহিম ছোট, স্কুলে পড়ত। আর তখন আমার হাতে আইনি কাগজ ধরিয়ে দেওয়া হয়। আমি ভাবছি, এটা নিয়ে কী করব? কিছুই মাথায় আসছিল না তখন।’
যদিও শেষ পর্যন্ত কেদারনাথ ও সিম্বা ছবির পরিচালক নিজেদের অবস্থান থেকে পিছু হটতেই কোর্টের বাইরের সমস্যার সমাধান হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।