বিনোদন ডেস্ক : ছোট ও বড় পর্দার একজন সুপরিচিত অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয় প্রতিভা দেখিয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার। তবে দীর্ঘ পাঁচ বছর ধরে অভিনয়ের বাইরে কুসুম।
এই অভিনেত্রীকে শেষ দেখা যায় ২০১৮ সালে ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেতের ‘শেষ অশেষের গল্প’ নাটকে। তবে অবশেষে ফিরছেন কুসুম। যদিও অভিনেত্রী হিসেবে নয়, নতুন পরিচয়ে। পরিচালক ও প্রযোজক হয়ে ফিরছেন তিনি।
সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা কুসুম নিজেই জানিয়েছেন। অভিনেত্রী বলেন, ‘শিগশিরই ফিরব। এবার একটা নতুনরূপে, নতুন দায়িত্বে। নিজের রচনা, পরিচালনা এবং প্রযোজনায় একটি সিনেমা তৈরি করেছি। নাম ‘শরতের জবা’। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।’
কুসুম জানান, ‘যেহেতু পরিচালক এবং প্রযোজক হিসেবে ‘শরতের জবা’ আমার প্রথম সিনেমা, তাই এতদিন ধরে এটার প্রস্তুতি নিচ্ছিলাম।’
পরিচালক এবং প্রযোজক হওয়ার অনুভূতিও জানান কুসুম। বলেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা। সেই ২০০২ সাল থেকে ক্যামেরার সামনে কাজ করছি। অভিনয়েই অভ্যস্ত আমি। কিন্তু পরিচালনার ইচ্ছাও ছিল মনে। পরিচালক হয়ে খুব উপভোগ করেছি শুটিংয়ের পুরো সময়টা। কিন্তু চ্যালেঞ্জিং ছিল প্রযোজনা। এত বড় টিম, তাদের থাকা-খাওয়া, শুটিং, এমনকি টাকা-পয়সার বিষয়টাও একই সঙ্গে খেয়াল রাখতে হয়েছে।’
কিন্তু গত পাঁচ বছর কেন কাজ করেননি তিনি? কুসুম বলেন, ‘ভাবলাম একটানা অনেক বছর তো কাজ করলাম। এবার একটু বিরতি নেই। কারণ এখন আর আগের মতো একটানা এক-দুই মাস কাজ করার ইচ্ছা নেই। তারপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আছি।’
তবে প্রস্তাব যে আসেনি তা নয়। ওটিটি থেকেও প্রস্তাব পেয়েছেন কুসুম। অভিনেত্রী বলেন, ‘প্রচুর প্রস্তাব পাচ্ছি। নানা ধরনের গল্প, চরিত্র। কখনো থ্রিলার, কখনো মিস্টিরিয়াস-বিভিন্ন ভেরিয়েশনের ক্যারেক্টার। কিন্তু যেহেতু বিরতিতে ছিলাম, তাই কোনো কাজ হাতে নেইনি। এখনো সুযোগ আছে, দেখা যাক।’
২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। অভিনয়ের পাশাপাশি গানেও পটু তিনি। একটি একক অ্যালবাম, দুটি মিশ্র অ্যালবাম এবং একাধিক একক গানে কণ্ঠ দিয়েছেন কুসুম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।