৫ বছর একত্রবাসের পর কেন সাইফকে বিয়ে করেন কারিনা

সাইফ ও কারিনা

বিনোদন ডেস্ক : বলিউডের নবাবপুত্র অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে দীর্ঘ ১২ বছর ধরে সংসার করছেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর। তার আগে বিবাহিত সাইফের সঙ্গে তিনি পাঁচ বছর লিভ-টুগেদার বা একত্রবাস করেন। অর্থাৎ, বিয়ে না করেও একসঙ্গে থাকেন।

সাইফ ও কারিনা

কিন্তু পরে কেন বিয়ের সিদ্ধান্ত নেন সাইফ আর কারিনা? করণ জোহর সঞ্চালিত সেলিব্রিটি টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে সেই রহস্য ফাঁস করেন অভিনেত্রী। জানান লিভ-টুগেদারের কথাও, যেটা এতদিন গুঞ্জন ছিল।

সে সময় করণের এক প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? নইলে এমনই লিভ-টুগেদার তো করাই যায়। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর বিয়ে করেছি। কারণ, আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’

২০১২ সালে বিয়ে করেন সাইফ ও কারিনা। বর্তমানে এই তারকা দম্পতির দুই ছেলে তৈমুর এবং জেহ। ২০১৬ সালে জন্ম হয় বড় ছেলে তৈমুরের। এরপর ২০২১ সালে জেহ ওরফে জাহাঙ্গীর। বড় ছেলের বয়স ৮ আর ছোটটার ৩ বছর।

কারিনার আগে ১৯৯১ সালে বয়সে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সাইফ। ২০০৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। প্রথম সংসারেও সাইফের দুই সন্তান। মেয়ে অভিনেত্রী সারা আলি খান এবং ছেলে ইব্রাহীম আলি খান।

পরিচালকের বিরুদ্ধে নে..শাদ্রব্য খাওয়ানোর অভিযোগ শাহনাজ সুমির

অন্যদিকে, সাইফের সঙ্গে বিয়ের আগে ফারদিন খান, হৃত্বিক রোশন এবং শাহিদ কাপুরের সঙ্গে কারিনার প্রেমের সম্পর্ক ছিল। এসব নিয়ে চর্চা কম হয়নি, এখনো হয়। তবে অতীতকে পেছনে ফেলে সাইফের সঙ্গে চুটিয়ে সংসার করছেন নায়িকা।