২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ৫০টি আসন বৃদ্ধি করে মোট এক হাজার ১৭৫ টি আসনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৭৫ টি, যাতে গত বছরের তুলনায় ৫০টি আসন বেশি। এর মধ্যে ইতিহাস বিভাগে ২০টি, দর্শন বিভাগে ১০টি, চারুকলা বিভাগে ১০টি, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ৫টি এবং মার্কেটিং বিভাগে ৫টি আসন বৃদ্ধি করে ৫টি বিভাগে মোট ৫০টি আসন বৃদ্ধি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভাগগুলোর মধ্যে সিএসই বিভাগে ৪০টি, ইইই বিভাগে ৪০টি, পরিসংখ্যান বিভাগে ৪০টি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। কলা অনুষদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ৫৫টি, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে ৫৫টি, সংগীত বিভাগে ৫৫টি, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ৩০টি, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ২৫টি, দর্শন বিভাগে ৬০টি এবং ইতিহাস বিভাগে ৫০টি আসন রয়েছে।
এছাড়াও সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে ৫০টি, লোক প্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগে ৫০টি, ফোকলোরে ৫০টি, নৃবিজ্ঞানে ৫০টি, পপুলেশন সায়েন্সে ৫০টি, স্থানীয় সরকার ও নগর উন্নয়নে ৫০টি এবং সমাজবিজ্ঞান বিভাগে ৫০টি আসন রয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ৫০টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৪০টি, ব্যবস্থাপনা বিভাগে ৫০টি, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ৫০টি এবং মার্কেটিং বিভাগে রয়েছে ৫০টি আসন। এছাড়াও চারুকলা বিভাগে ৫০টি এবং আইন ও বিচার বিভাগে ৬০টি আসন বরাদ্দ দেয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কমিটির সদস্য এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, মূলত আসন সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বেশকিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথমে বিভাগগুলো থেকে ফ্যাকাল্টিতে আসন সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ফ্যাকাল্টি সেই প্রস্তাব যাচাই-বাছাই করে ভর্তি কমিটিতে প্রেরণ করেছে। এরপর ভর্তি কমিটি সকল দিক বিবেচনা করে প্রস্তাবিত আসন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই অনুযায়ী আসন সংখ্যা বৃদ্ধি করা হয়।
প্রসঙ্গত, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


