আন্তর্জাতিক ডেস্ক : তীব্র বন্যার কবলে আফগানিস্তান। কয়েকদিনের টানা বৃষ্টিতে তৈরি হয়েছে এ বন্যা পরিস্থিতি। দেশজুড়ে বজ্রপাত ও ভারী বর্ষণে বহু মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
চার দিনে এ পর্যন্ত প্রাণহানি ৫০, আহত আরও ২৭ জন। আফগানিস্তানের সীমান্ত লাগোয়া খাইবার পাখতুনখোয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র বলেছেন, সেখানে ২১ জন মারা গেছেন।
স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, প্লাবিত হয়েছে দুশ একর জমি। বসতি তো রয়েছেই, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ আবাদি জমিও। নষ্ট হয়ে গেছে মাঠের পর মাঠ ফসল। প্লাবিত কয়েকশ আবাসস্থল। ভেসে গেছে গবাদি পশু, আসবাবপত্র। পানির প্রবল তোড়ে ভেঙ্গে গেছে অনেক আবাসিক ভবনের দেয়াল। নতুন করে ক্ষতিগ্রস্ত আছে আরও দুশ বাড়ি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।