বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে লঞ্চ হল Oppo A77s। মিড রেঞ্জ সেগমেন্টের এই ফোনে Snapdragon 680 চিপসেট দিয়েছে চীনা সংস্থাটি। সঙ্গে রয়েছে 8 GB RAM। কোম্পানির অন্যান্য ফোনের মতোই এই ফোনেও দুর্দান্ত ডিজাইন পাবেন। রয়েছে 6.56 ইঞ্চি LCD ডিসপ্লে। সেখানে 90 Hz রিফ্রেশ রেট পাবেন। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় রয়েছে 50 MP প্রাইমারি সেন্সর। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে পাবেন 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। কমলা ও কালো রঙে এই ফোন বিক্রি হবে।
Oppo A77s: দাম
Oppo A77s -এর দাম 17,999 টাকা। 8 GB RAM + 128 GB স্টোরেজে এই ফোন বিক্রি করবে চীনা সংস্থাটি। 7 অক্টোবর থেকে শুরু হয়েছে বিক্রি। সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক কালারে পাওয়া যাবে এই ফোন। অনলাইনে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট ও অফলাইন স্টোর থেকে কেনা যাবে এই ফোন।
Oppo A77s: স্পেসিফিকেশন
ডুয়াল সিম Oppo A77s -এ Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানি ColorOS 12 স্কিন। এই ফোনে রয়েছে 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 680 চিপসেট। সঙ্গে 8 GB RAM LPDDR4X RAM ও 128 GB স্টোরেজ থাকছে।
Oppo – র এই মিডরেঞ্জ ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় 50 MP সেন্সর থাকছে। পাবেন f/1.8 অ্যাপারচার। এছাড়াও 2 MP মনোক্রোম সেন্সর দিয়েছে ই-কমার্স সংস্থাটি। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 8 MP সেন্সর।
Oppo A77s -এ রয়েছে 128 GB স্টোরেজ। যদিও microSD কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়ানো যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড WiFi, Bluetooth v5.0, a USB Type-C পোর্ট ও 3.5 mm অডিয়ো জ্যাক।
ভালো ব্যাক আপের জন্য Oppo A77s -এ থাকছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 33 W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। যা ব্যবহার করে দ্রুত এই ফোনের ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। সুরক্ষার জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে Oppo।
সূত্র: এই সময়
ফেসবুকের পাসওয়ার্ড চুরি করতে পারে কিছু অ্যাপ, সতর্ক বার্তা দিচ্ছে মেটা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।