ফ্রেঞ্চ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড THOMSON উৎসবের মরশুম শুরুর আগেই দারুণ উপহার নিয়ে এসেছে। কোম্পানি ভারতীয় ইউজারদের খুশি করার জন্য কম দামে দুটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে 50 ইঞ্চির এবং 55 ইঞ্চির ডিসপ্লে সহ দুটি JioTele OS QLED Smart TV লঞ্চকরা হয়েছে। 50 ইঞ্চির স্মার্ট টিভির দাম 19,999 টাকা এবং 55 ইঞ্চির স্মার্ট টিভির দাম 25,999 টাকা রাখা হয়েছে। 23 সেপ্টেম্বর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্ট টিভিগুলি সেল করা হবে।
Flipkart Big Billion Days সেল চলাকালীন THOMSON এর নতুন স্মার্টটিভির সেল শুরু হবে। কোম্পানি জানিয়েছে স্মার্ট টিভি মার্কেটেও ভারত সরকারের GST রেট কমানোর প্রভাব পড়বে। Thomson কোম্পানিও নতুন GST নিয়মাবলী পালন করছে এবং এর ফলে কোম্পানির পক্ষ থেকে ভারতীয় ইউজারদের জন্য কম দামে QLED Smart TV পেশ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে সস্তা স্মার্ট টিভির পাশাপাশি ইউজারদের সম্পূর্ণ বিনামূল্যে এক্সক্লুসিভ কন্টেন্ট এবং অটিটি সাবস্ক্রিবশন দেওয়া হবে। টিভির সঙ্গে 3 মাস পর্যন্ত বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিবশন এবং 1 মাস পর্যন্ত JioGames সাবস্ক্রিবশন উপভোগ করা যাবে। অন্যদিকে ফ্লিপকার্টের মাধ্যমে টিভি কেনার সময় অ্যাক্সিস এবং আইসিআইসিআই ব্যাঙ্ক কার্ড ব্যাবহার করলে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পাওয়া যাবে।
নতুন Thomson টিভির নাম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি JioTele OS ইন্ট্রিগ্রেশন সহ লঞ্চ করা হয়েছে। এই কিউএলইডি টেলিভিশনগুলো ইন্ডিয়ান স্মার্টটিভি অপারেটিং সিস্টেম JioTele OS সহ কাজ করে।
এই অপারেটিং সিস্টেম ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। কন্ট্রোলের জন্য এতে HelloJio ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে, এটি 10টিরও বেশি ভারতীয় ভাষায় কাজ করতে সক্ষম।
টিভিটিতে AI-পাওয়ার্ড কন্টেন্ট গুরু ফিচার রয়েছে, এর ফলে 10টিরও বেশি OTT অ্যাপের মাধ্যমে পার্সোনালাইজড ভিউইং সাজেশন পাওয়া যাবে। এই Thomson QLED Smart TV তে QLED 4K ডিসপ্লে দেওয়া হয়েছে, এটি দুর্দান্ত ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।
নতুন দুটি স্মার্টটিভিতে 1.1 বিলিয়ন কালারস, HDR10+ এবং ডিপ কনট্রাস্ট সাপোর্ট করে। এই স্মার্টটিভি বেজেল-লেস ডিসপ্লে এবং প্রিমিয়াম অ্যালয় স্ট্যান্ডস ডিজাইন সহ লঞ্চ করা হয়েছে।
কানেক্টিভিটির জন্য এই স্মার্ট টিভিগুলিতে ডুয়েল-ব্যান্ড Wi-Fi, HDMI এবং USB ফিচারগুলি দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টটিভিতে স্ক্রিন মিররিং এবং ভয়েস-এনেবল্ড রিমোটের মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। দারুণ সাউন্ড কোয়ালিটির জন্য টিভিগুলিতে Dolby Audio সহ 48W স্পিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন Thomson TV স্মার্টটিভিতে 2টি সাবউফারও ফিট করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।