৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ

ভারতীয় পেঁয়াজ

জুমবাংলা ডেস্ক : ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি বন্দরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। হিলি বন্দরের বাজারে ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে কেজি ৪০ থেকে ৪৫ টাকায়। আর খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এদিকে দেশি পেঁয়াজের দামও কমে বিক্রি হচ্ছে কেজি ৭০ টাকায়।

ভারতীয় পেঁয়াজ

৬ জুন, মঙ্গলবার হিলি বাজার ও বন্দরে পেঁয়াজের এই পরিস্থিতি দেখা গেছে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, এই বাজারে গত পরশু দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা কেজিতে। তবে আজ কিনলাম কেজি ৭০ টাকা করে।

আরেক ক্রেতা লুৎফর রহমান বলেন, ‘বাজারে ভারতীয় পেঁয়াজ আসায় দাম কমেছে। ৫০ টাকা কেজিতে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। আশা করছি দাম আরও কমবে।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী মনিরুল আলম বলেন, সোমবার থেকে ভারতীয় পেঁয়াজ আসা শুরু হয়েছে। এতে দামও কমতে শুরু করেছে। দেশি পেঁয়াজ বিক্রি করছি ৭০ টাকা কেজিতে। আর ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায়। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে আসবে।

বিয়ের আগে মেয়েদের এই বিষয়গুলো জানা জরুরি

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন বলেন, ‘১৬ মার্চ ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় সরকার। ২ মাস ২০ দিন বন্ধ থাকার পর ৫ জুন থেকে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার ৬৩ মেট্রিক টন পেঁয়াজ হিলি বন্দরে প্রবেশ করেছে।