জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁওয়ে নন ব্র্যান্ডের একটি ফ্যান ওয়ালটনের পণ্য বলে বিক্রি করায় বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার (৪ জুন) চান্দগাঁও বেপারিপাড়ার ফেদাখান সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, অভিযোগের ভিত্তিতে একটি নন ব্র্যান্ডের পণ্যকে ‘ওয়ালটন’ বলে ভোক্তাদের কাছে বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। জেনেশুনে নকল পণ্য বিক্রি করায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এই নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও খুঁজে বের করা হবে।
রামমন্দির, মোদি ম্যাজিক, বুথফেরত সমীক্ষা- কোনোটাই কাজে দিল না মোদির
দোকানের ম্যানেজার রহিম বলেন, আমরা ওয়ালটন বলে বিক্রি করিনি। ওই ক্রেতা শুনতে ভুল করেছে। ‘ওয়াটনে’র পণ্য ‘ওয়াটন’ বলেই বিক্রি করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।