৫০তম বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কমিশনের পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আসন্ন ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৬ সালের ৩০ জানুয়ারি (শুক্রবার)। এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল ২০২৬ এবং এর ফল প্রকাশ হবে ৩০ জুলাই ২০২৬। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট ২০২৬ এবং ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর ২০২৬।
জানা গেছে, প্রিলিমিনারি টেস্ট হবে ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষার সময় দেওয়া হবে দুই ঘণ্টা। এ পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি টেস্টের এমসিকিউ উত্তরপত্র একটি সম্পূর্ণ গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হবে। কোনো প্রার্থী বা তার প্রতিনিধিকে এ উত্তরপত্র প্রদর্শন করা হবে না এবং প্রাপ্ত নম্বরও জানানো হবে না। একই সঙ্গে এ পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ বা পুনঃপরীক্ষণের কোনো সুযোগ থাকবে না।
এছাড়া, প্রিলিমিনারি টেস্টে মোট ১০টি বিষয়ের ওপর প্রশ্ন থাকবে। এর মধ্যে বাংলা ভাষা ও সাহিত্য থেকে ৩০ নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে ৬০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলি থেকে ২৫ নম্বর, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে ১০ নম্বর, সাধারণ বিজ্ঞান থেকে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে ১৫ নম্বর, গাণিতিক যুক্তি থেকে ২০ নম্বর, মানসিক দক্ষতা থেকে ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মোট নম্বর ২০০।
প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। তবে কোনো প্রার্থীর পছন্দের কেন্দ্রে পরীক্ষা আয়োজন সম্ভব না হলে কমিশনের নির্ধারিত অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কমিশনের প্রধান কার্যালয়, ঢাকায়। আর কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিবন্ধী প্রার্থীদের মধ্যে যাদের শ্রুতিলেখক প্রয়োজন, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক দেওয়া হবে। শ্রুতিলেখকের প্রয়োজন আছে— এমন প্রার্থীদের ৮ জানুয়ারি ২০২৬ এর মধ্যে ডাক্তারি প্রত্যয়নপত্র, ছবি এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের কপি সংযুক্ত করে কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) বরাবর আবেদন করতে হবে।
প্রিলিমিনারি টেস্টে ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন ফরমের ‘Question Type Option’-এ টিক চিহ্ন দিতে হবে। ইংরেজি ভার্সনের প্রার্থীদের জন্য পৃথক কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেউ বাংলা ভার্সনে অংশ নিলে তার উত্তরপত্র বাতিলসহ প্রার্থিতা বাতিল হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রিলিমিনারি টেস্টের পাস নম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হবে এবং এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে, বৃত্ত পূরণে ভুল হলে কিংবা কোনো ধরনের কাটাকাটি থাকলে প্রার্থীর উত্তরপত্র ও প্রার্থিতা বাতিল করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



