বিনোদন ডেস্ক : কলকাতা বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা রঞ্জিত মল্লিক। বয়স এখন আশি ছুঁইছুঁই। এই বয়সে অন্য কেউ সহজেই অবসর জীবন যাপন করেন কিন্তু তিনি অভিনয় জীবনের নতুন সিঁড়িতে পা রাখতে চলেছেন। চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’।
এখনও নতুন কাজের ক্ষেত্রে গল্প, চিত্রনাট্য এবং পরিচালক এই রকম কয়েকটি বিষয় আগে খতিয়ে দেখেন রঞ্জিত। তবে অশালীন কোনও চরিত্র বা গল্পে তার বিশাল আপত্তি রয়েছে।
এই অভিনেতা কথায়, ‘আমরা পারিবারিক ছবিতে অভিনয় করে বড় হয়েছি। বাপ-ব্যাটায় বসে দেখতে পারবে না, এমন কোনও ছবিতে আমি অভিনয় করবই না। কারণ, ৫০ বছরের অভিনয় জীবনে বিভিন্ন বয়সী দর্শকের কাছে এখনও যে ভালবাসা পাচ্ছি, তার অমর্যাদা করতে চান চাই না।’
রঞ্জিত মল্লিকের কাছে এখনও অভিনয়ের প্রস্তাব আসে। সাধারণত তার পরিচিত বৃত্তের মধ্যেই তিনি কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। তিনি কি কাজ করবেন তা নিয়ে মেয়ে কোয়েল মল্লিক বা মেয়ে জামাই প্রযোজক নিসপাল সিংহ রানের সঙ্গেও আলোচনা হয়।
চলতি বছরে এখনও পর্যন্ত নতুন কোনও প্রজেক্টে এখনও সম্মতি জানান নি অভিনেতা। তবে রঞ্জিত অভিনীত ‘তারকার মৃত্যু’ এবং ‘লক্ষ্মী দারোগা’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।