৫০ ছুঁই ছুঁই মালাইকা এখনও উঞ্চতা ছড়াচ্ছেন নেট দুনিয়ায়

মালাইকা

বিনোদন ডেস্ক : দিল্লির ইভেন্টে যোগদানের আগে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন অর্জুন প্রেয়সী মালাইকা অরোরা। এক নজরে দেখে নিন কোন ড্রেসের জন্য উপস মোমেন্টের শিকার হয়েছিলেন ছাঁইয়া ছাঁইয়া গার্ল।

মালাইকা

সোশ্যাল মিডিয়ায় যাঁরা সক্রিয় তাঁদের নিশ্চয়ই এই ড্রেসটা চিনতে অসুবিধা হচ্ছে না। তাই না? হ্যাঁ, এই সেক্সি কালো ড্রেসটা পরেই উপস মোমোন্টের শিকার হয়েছিলেন ছাঁইয়া ছাঁইয়া গার্ল। ডিপ নেক কালো ড্রেসে হটনেস ওভারলোডেড। কিন্তু ভিড়ের মাঝে আচমকাই উন্মুক্ত ক্লিভেজে হাত লেগে যায় এক ব্যক্তির। মালাইকার ড্রেসের নেকলাইন অনেকটা ওয়াইড। তাই ক্লিভেজ প্রায় সম্পূর্ণ উন্মুক্তই ছিল। বিষয়টা নিজের মতো করে সামলে নিলেও সেই মুহূর্তের ভিডিয়ো আগুনের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

যদিও সেই ব্যক্তির দিকে বেশ কড়া নজরেই তাকিয়েছিলেন মালাইকা। দিল্লির একটা ইভেন্টে যোগ দেওয়ার আগে পাপারাতজিরা মালাইকাকে সামনে পেয়ে একেবারে ঘিরে ধরেন। তখনই গ্ল্যাম ডিভা মালাইকার বক্ষ বিভাজিকায় ভুলবসত হাত লেগে যায় সেখানে উপস্থিত এক ব্যক্তির। সেক্সি কালো লং ড্রেসে ফটোশ্যুট করেছেন অর্জুন কপুরের প্রেমিকা। মালাইকার সেই বোল্ড ফটোশ্যুটে উষ্ণতার পারদ চড়ছে সোশ্যাল মিডিয়ায়।

ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ এবং হেয়ারস্টাইল করেছিলেন ছইয়া ছইয়া গার্ল। ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টা পেজে শেয়ার করেছেন ছাঁইয়া ছাঁইয়া গার্ল। লেটেস্ট ফটোশ্যুটে ক্লিন বোল্ড নেটবাসীরা

বড় পর্দা থেকে আপাতত দূরেই আছেন অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ব্যক্তিগত জীবন থেকে ফটোশ্যুটের নানান মুহূর্তকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের কাছাকাছি থাকতে চান মালাইকা।

ব্রেকআপ ও প্রেগনেন্সি মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

করণ জোহরের পার্টিতেও অতিরিক্ত খোলামেলা পোশাক পরার জন্য ট্রোলড হয়েছিলেন গ্ল্যাম ডিভা মালাইকা। তবে এই বিষয়কে পাত্তা দিতে মোটেই রাজি নন তিনি। আর ঠিক সেই কারণেই হট অ্যান্ড বোল্ড লুকেই প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েন গর্জাস মালাইকা অরোরা।