বিনোদন ডেস্ক : বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরার আলাদা ভাবে পরিচয়ের দরকার পড়ে না। ‘ছাঁইয়া ছাঁইয়া’ থেকে শুরু করে ‘মুন্নি বদনাম হুয়ি’ ও ‘আনারকলি’-র মতো আইটেম গানে দুর্দান্ত ডান্স করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছেন।
বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৯। এই বয়সেও তিনি তাঁর সৌন্দর্য সমান ভাবে ধরে রেখেছেন। আজও তাঁর সৌন্দর্যে পাগল আট থেকে আশি। তবে নিজের এই সৌন্দর্য ধরে রাখতে রোজ সকালে এক বিশেষ পানীয় পান করেন। জানেন কি সেই পানীয়? চলুন প্রতিবেদন থেকে জেনে নিন।
মালাইকার শরীরে একটুও মেদ নেই। এই বয়সেও তাঁর স্লিম বডি নজরকাড়া। নিজের সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত শরীর চর্চা ও নিজেকে ডায়েটের মধ্যে রাখেন তিনি। আর এই ডায়েটের তালিকায় রয়েছে এক বিশেষ পানীয়। যা তিনি রোজ সকালে পান করেন। এই পানীয়তেই লুকিয়ে রয়েছে মালাইকার সৌন্দর্যের রহস্য। তবে কোনো কেমিক্যাল বা দোকান থেকে কেনা জিনিস নয়। তিনি ঘরোয়া উপায়ে তৈরি করেন এই পানীয়। যা মেথি, জিরে ও জোয়ান মিশিয়ে তৈরি করা হয়।
সম্প্রতি অভিনেত্রী মালাইকা তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি খুব পরিমানে ভাইরাল হচ্ছে। এই ভিডিও শেয়ার করে তিনি ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। যদিও এর আগে অনেক বিউটি টিপিস তিনি ভক্তদের জানিয়েছেন। তিনি রাতে এক গ্লাস জলে মেথি জিরে ও জোয়ান ভিজিয়ে রেখে এই পানীয় তৈরি করেন। শুধু ভিডিও নয় কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।
এই জল তিনি রোজ সকালে পান করেন। রাতে ভেজানো এই জল সকালে ছেঁকে তিনি খান। এতে করে হজম সমস্যা মেটায়। অন্যদিকে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। যা ডায়াবেটিসের সমস্যা অনেকটা দূর করে। এই পানীয় পান করলে শরীর থেকে টক্সিন দূর হয়। এতে করে শরীরের ওজন কমে। এছাড়া এই পানীয় পান করলে পেটের সমস্যাও দূরে থাকে। এই পানীয়র উপরই অগাধ ভরসা মালাইকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।