জুমবাংলা ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে পবিত্র মাহে রমজানে স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে ফরিদপুরে শুরু হয়েছে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রোববার সকাল থেকে এ কার্যক্রম শুরু করা হয়। ফরিদপুর আওয়ামী লীগের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এ সময় তিনি জানান, পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে এ ডা. নাহিদ উল হকের প্রচেষ্টায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে প্রতিদিন বিক্রি করা হবে এই গরুর গোস্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণর সম্পাদক শাহ মোহম্মদ আরিফ, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসিরসহ নেতাকর্মীরা।
গরুর মাংস ৫০০ টাকায় কিভাবে বিক্রি সম্ভব জানালেন ভোক্তার ডিজি
এদিকে ব্যতিক্রমধর্মী আয়োজনে প্রথম দিন অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ ক্রেতারা ৫০০ টাকায় মাংস কিনতে পেরে এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।