বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্লোবাল মার্কেটে Samsung Galaxy M55 5G স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে এবং এবার এই ফোনটি ভারতে আসতে চলেছে। কোম্পানি কনফর্ম করেছে Samsung Galaxy M55 5G স্মার্টফোনটি লঞ্চ করবে। শপিং সাইট Amazonএ এই সামসাং ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করা হয়েছে। এর মাধ্যমে ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
ভারতে Samsung Galaxy M55 5G এর লঞ্চ ডিটেইলস
ভারতে এপ্রিল মাসে সামসাং গ্যালাক্সি এম55 5জি ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনটি Snapdragon 7 Gen 1 চিপসেটে কাজ করবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এর লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। কিন্তু সামসাং এই ফোনটিতে #MustBeAMonster হ্যাসট্যাগ সহ টিজার লঞ্চ করেছে। Galaxy M55 5G ফোনটি লঞ্চের পর রিটেল স্টোর এবং আমাজন ওয়েবসাইট থেকে কেনা যাবে।
ভারতে Samsung Galaxy M55 5G এর দাম (লিক)
8GB RAM + 128GB Storage = ₹26,999
8GB RAM + 256GB Storage = ₹29,999
12GB RAM + 256GB Storage = ₹32,999
টিপস্টার সুধাংশু অনুযায়ী Samsung Galaxy M55 5G স্মার্টফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনটি 8জিবি RAM সহ 128জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা এবং 256জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা হতে পারে। আবার সব থেকে বড়ো 12জিবি RAM সহ 256জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 32,999 টাকায় লঞ্চ করতে পারে।
Samsung Galaxy M55 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল)
6.7″ 120Hz AMOLED Display
Qualcomm Snapdragon 7 Gen 1
8GB RAM + 256GB Storage
50MP Rear Camera
50MP Selfie Camera
25W 5,000mAh Battery
ডিসপ্লে: Samsung Galaxy M55 5G স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 1,000 নিটস পীক ব্রাইটনেস এবং ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
প্রসেসর: Galaxy M55 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ান ইউআই 6.1 সহ পেশ করা হয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে। ভারতীয় মডেলেও এই একই প্রসেসর দেওয়া হবে। গ্লোবাল বাজারে এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে।
ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য M55 ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনটির ব্যাক প্যানেলে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, আল্ট্রা ওয়াইড শট লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। ভারতীয় বাজারে 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ হবে বলে আশা করা যাচ্ছে। তবে এই ফোনের গ্লোবাল মডেলটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অন্যান্য: এই ফোনে অডিওর জন্য ডুয়েল স্পিকার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য পলিকার্বনেট বডি দিয়ে তৈরি এই ফোনে IP67 রেটিং দেওয়া হয়েছে। M55 ফোনটি 7.8mm চওড়া এবং ওজন 180 গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।