বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Infinix তার জনপ্রিয় Zero লাইনআপে একটি নতুন ফোন যোগ করেছে। কোম্পানির সেই নতুন ফোনের নাম Infinix Zero 5G 2023। লেটেস্ট ফোনে রয়েছে 120Hz AMOLED ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 1080 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ। Infinix Zero 5G 2023 ফোনে রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। পাশাপাশি 5GB অব্যবহৃত স্টোরেজ অতিরিক্ত হিসেবে ব্যবহার করা যাবে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 ভিত্তিক XOS 12 স্কিন।
Infinix Zero 5G 2023 ফোনে একটি 6.78 ইঞ্চির FHD+ IPS LCD প্যানেল। এই স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240 Hz।
হ্যান্ডসেটটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000 mAh ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই হোল-পাঞ্চ কাট-আউটটির স্ক্রিনে রয়েছে সেলফি ক্যামেরার জন্য ঘর, যার সেন্সর 16MP।
Infinix Zero 5G 2023-এ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে 50 MP ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো ইউনিট। এই রিয়ার ক্যামেরা সেটআপটি 4K ভিডিয়ো রেকর্ড করতে পারে 60fps রেটে। হেডফোনের জন্য থাকছে একটি জ্যাক। পাশাপাশি হাই-রেজ়োলিউশন অডিও সার্টিফিকেশন প্রাপ্ত এই ফোনে সাইড-মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে এই Infinix Zero 5G 2023 ফোনে রয়েছে 4G LTE, 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, USB টাইপ-সি চার্জিং পোর্ট, GPS সহ আরও অনেক কিছু। পার্ল হোয়াইট, কোরাল অরেঞ্জ এবং সাবমেরিনার ব্ল্যাক এই কয়েকটি কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।
Infinix Zero 5G 2023 ফোনের দাম এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফোনটি কবে থেকে বাজারে পাওয়া যাবে, সে বিষয়েও কোনও বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।
ডায়াবেটিস নির্ণয়ে মোবাইল অ্যাপ: শনাক্ত হবে কোনরকম রক্ত পরীক্ষা ছাড়াই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।