বিনোদন ডেস্ক : নিজের কেরিয়ারে বরাবরই তিনি চর্চায় থেকেছেন। এবার বয়স ৫১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘দ্য মাস্ক’খ্যাত অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ। গত শুক্রবার ক্যামেরন ও তার স্বামী বেনজি ম্যাডেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে আবারও মা-বাবা হওয়ার খবরটি জানিয়েছেন। পুত্র সন্তানের নাম রেখেছেন কার্ডিনাল ম্যাডেন।
ইনস্টাগ্রামে ক্যামেরন ডিয়াজ ও তার সঙ্গীতশিল্পী স্বামী বেনজি ম্যাডেন লেখেন, ‘আমরা পুত্র সন্তানের বাবা-মা হয়েছি। ছেলের নাম রেখেছি কার্ডিনাল ম্যাডেন। পুত্র আমাদের পরিবারে নতুন সদস্য আসায় আমরা খুবই খুশি ও কৃতজ্ঞ।’ ক্যামেরন ডিয়াজ ও বেনজি ম্যাডেন আরও লেখেন, ‘সে সত্যিই সুন্দর! আমরা সবাই এখন খুব খুশি ও ধন্য। তবে শিশুর সুরক্ষা ও গোপনীয়তার জন্য আমরা কোনও ছবিই পোস্ট করব না।’ লেখেন, ‘এখন একটা ছোট্ট পাখি আমার কাছে ফিসফিস করে কথা বলছে।’
উল্লেখ্য, ২০১৫-র জানুয়ারিতে মার্কিন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ ও সঙ্গীতশিল্পী বেনজি ম্যাডেন বিয়ে করেন। নিজেদের বেভারলি হিলসের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের বৈবাহিক জীবন শুরু হয়। এরপর ২০১৯-এর ৩০ ডিসেম্বর প্রথমবার মা হন অভিনেত্রী। মেয়ের নাম রাখেন র্যাডিক্স। তবে সেবারই মা হওয়ার পর থেকেই কেরিয়ারের থেকেও বেশি পরিবারে মন দিয়েছিলেন অভিনেত্রী। তখন ক্যামেরনের বয়স ছিল ৪৭। এত বয়সে মা হয়ে মাতৃত্ব ও বার্ধক্য নিয়ে সকলের সব ধারণা বদলে দিয়েছেন ক্যামেরন।
যখন মেয়ে র্যাডিক্সের বয়স ২ বছর তখন গুপ নামে একটা পডকাস্টে হাজির হন ক্যামেরন। বলেছিলেন, ‘আমি উৎসাহী, আমাকে হয়ত আরও ৫০-৬০ বছর চালিয়ে যেতে হবে। আমি ১১০ বছর বেঁচে থাকতে চাই, যেহেতু আমার সন্তান এখন অনেক ছোট। আমি মনে করি ৪০-এর কোটায় এসে আমি এই আশ্চর্যজনক মুহূর্ত উপলব্ধি করছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।