জুমবাংলা ডেস্ক : যুব শান্তি শিবিরে যোগ দিতে সাইকেল চালিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী যাচ্ছেন ৫২ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ৫০ জন ভারতীয় ও ২ জন ব্রিটিশ নাগরিক রয়েছেন। বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্ট ও ভারতের স্নেহালয়া নামে একটি প্রতিষ্ঠান এ যুব শান্তি শিবিরের আয়োজন করেছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ৫২ জনের দলটি সাইকেল চালিয়ে শরীয়তপুর থেকে নোয়াখালীর সোনাইমুড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
যুব শান্তি শিবিরে যোগ দেওয়ার উদ্দেশ্য বাংলাদেশে আসা দলটি গতকাল মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পদ্মা সেতু ও নদী ঘুরে দেখে রাতে শরীয়তপুরের বেসরকারি সংস্থা এসডিএসের অতিথিশালায় রাত্রিযাপন করেন।
শান্তি শিবিরে যোগ দিতে আসা দলে ১৪ বছরের কিশোর হতে ৭০ বছরের বয়স্ক নাগরিক রয়েছেন। এর মধ্যে ১১ জন নারী সদস্য। একসঙ্গে ৩৬ জনে সাইকেল চালান। কেউ ক্লান্ত হয়ে পরলে তিনি গাড়িতে বসে বিশ্রাম নেন। ৫০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে বাংলাদেশে আসা ব্রিটিশ নাগরিক নিকুলাকস পকস ও তার স্ত্রী লরেন হজও সাইকেল চালিয়ে বাংলাদেশের পথ প্রান্তর ঘুরে দেখছেন। দলের সঙ্গে গান্ধী আশ্রম ট্রাস্টের একটি মেডিকেল দল ও একটি পথপ্রদর্শক দল রয়েছে। শরীয়তপুর সাইকেল আরোহীদের ৪ জন সদস্য তাদের অভ্যর্থনা জানিয়ে চাঁদপুর ফেরিঘাটে পৌঁছে দেন।
ভারতের ওড়িশা রাজ্যের বাসিন্দা পূজা কলেজের ছাত্রী। তিনি জাতীয় যুব শান্তি শিবিরে যোগ দিতে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা। ভারতীয়দের কাছে গান্ধীজি একটি পবিত্র নাম। তেমনি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান। উনার স্মৃতিতে আমরা সম্মান জানিয়েছি। খুব ভালো লেগেছে। সাইকেল চালিয়ে বাংলাদেশে আসার উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি কাছ থেকে দেখা। আমরা বিভিন্ন জায়গায় সাইকেল থামিয়ে দাঁড়িয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের প্রতি ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশ সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছি।
ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা মধূসুধন দাস সংগীতশিল্পী ও এনজিও কর্মী। সাইকেল চালিয়ে তিনিও বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, বাংলাদেশে এসে আমরা অভিভূত। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। যাদের সঙ্গেই কথা হয়েছে, সময় কাটাতে পেরেছি তারাই এক ধরনের মায়ার বাঁধন সৃষ্টি করেছেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বিমোহিত করেছে। সুযোগ পেলে আবার বাংলাদেশে আসব।
নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের সেচ্ছাসেবক ও সাইকেল যাত্রার সমন্বায়ক মাহাবুন্নবি সুমন বলেন, বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্ট ও ভারতের স্নেহালয়ার যৌথ আয়োজনে ইউথ পিস ক্যাম্পে ১২ দেশের নাগরিকরা যোগ দেবেন। বাংলাদেশ ও বিশ্ববাসীকে জানাতে চাই তারুণ্যের শক্তিতে, অহিংসার মাধ্যমে সবকিছুর সমাধান করা সম্ভব। মানুষের মধ্যে ভ্রাতৃবোধ ও সম্প্রীতি সৃষ্টি করার জন্য সাইকেল যাত্রা। ভারতীয় নাগরিকরা বিভিন্নস্থানে যাত্রাবিরতি করে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টির জন্য গান গেয়ে শোনান। ওই দলটি ৩ অক্টোবর ঢাকায় যাবেন। তারা সরকারের উচ্চ পর্যায়ে মতবিনিময় করে ৫ অক্টোবর ভারতে ফিরে যাবেন।
বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্ট সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী আশ্রম ট্রাস্ট ও স্নেহালয়া নামক একটি প্রতিষ্ঠানের আয়োজনে তিন দিনের যুব শান্তি শিবির অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্যসহ ১২টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এরই মধ্যে ভারতীয় ৫০ জন ও ২ জন যুক্তরাজ্যের নাগরিক বাংলাদেশে এসেছেন। ভারতের মহারাষ্ট্র, ওড়িশা, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার প্রদেশের মোট ৫০ নাগরিক গত ১৪ সেপ্টেম্বর মহারাষ্ট্রের আহম্মেদ নগর থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। গত ২২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ওই দলটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, ফরিদপুর, গোপালগঞ্জ ভ্রমণ করে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।