আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সোমবার (৪ নভেম্বর) পর্যন্ত ৮ কোটি ৩০ লাখ আমেরিকান তাদের ব্যালট জমা দিয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচনের দিনে আরও কয়েক কোটি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এই বছর এই আগাম ভোট আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভোট চলাকালে ফাইভথার্টিএইট (৫৩৮) নামে মতামত জরিপ বিশ্লেষণকারী প্রভাবশালী আমেরিকান ওয়েবসাইট চূড়ান্ত পূর্বাভাস প্রকাশ করেছে। হোয়াইট হাউজের দৌড়ে মার্কিন সিনেট ও মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) এবং ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ নির্ধারক হিসেবে কাজ করবে। খবর এবিসি নিউজের।
সংস্থাটির চূড়ান্ত মডেলটি প্রকাশিত হয় স্থানীয় সময় ৫ নভেম্বর সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা)। সেখানে বলা হয় রিপাবলিকানদের পক্ষে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা ১০ এর মধ্যে ৯। অন্যদিকে, হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে (প্রতিনিধি পরিষদ) এবং প্রেসিডেন্সিতে দুই দলই সমানে সমান। কোন দলেরই জয় অমীমাংসিত। ৬০তম এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতাটি হতে পারে শতাব্দীর মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
প্রেসিডেন্সি: সবাই যে মহারণের দিকে তাকিয়ে রয়েছেন, সেটা প্রমাণিত। ৫৩৮-এর চূড়ান্ত পূর্বাভাস অনুযায়ী, ভোট গণনা শেষে (যা কয়েক দিন সময় নিতে পারে) ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ইলেকটোরাল কলেজ ভোটে জেতার সম্ভাবনা ৫০ শতাংশ। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ।
বাস্তবিক অর্থে, এই সম্ভাবনা প্রায় একই। একেবারে কয়েনের মতো, যেখানে হেডস বা টেইলস আসার সম্ভাবনা ৫০ বনাম ৫০ শতাংশ।পরিসংখ্যানগত হিসাবে ৫০ শতাংশ এবং ৪৯ শতাংশ সম্ভাবনার মধ্যে কোনো অর্থপূর্ণ পার্থক্য নেই। আমাদের মডেলের সামান্য পরিবর্তনে সহজেই এই ৫০ শতাংশ থেকে বেড়ে ৫১ শতাংশ বা কমে ৪৯ শতাংশে নেমে যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।