বঙ্গবন্ধু টানেলে ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪২৯ গাড়ি পারাপার

Tunnel

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে রোববার যান চলাচল শুরুর পর সোমবার ভোর ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় দুই টিউব দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫ হাজার ৪২৯টি। এতে টোল আদায় হয়েছে মোট ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।

সূত্র জানায়, পতেঙ্গা প্রান্ত দিয়ে ২৪ ঘণ্টায় টানেলে প্রবেশ করেছে ২ হাজার ৭৫৭টি গাড়ি। একই সময়ে আনোয়ারা প্রান্ত দিয়ে প্রবেশ করেছে ২ হাজার ৬৭২টি গাড়ি। সবমিলিয়ে দুই টিউব দিয়ে টানেল পারাপার হয়েছে ৫ হাজার ৪২৯টি গাড়ি।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করেন। পরদিন রোববার ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।