যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, মানুষের চাঁদ অভিযানের উদ্দেশ্যে আর্টেমিস টু মিশন আগামী ৬ ফেব্রুয়ারি উৎক্ষেপণ করা হবে। এটি হবে ১৯৭২ সালের পর প্রথম মানুষের চাঁদমুখী যাত্রা। মঙ্গলবার নাসা এই তথ্য নিশ্চিত করে।

১০ দিনব্যাপী এই মিশনে অংশ নেবেন নাসার তিন নভোচারী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ। তাদের সঙ্গে থাকবেন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন। মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে তারা আবার পৃথিবীতে ফিরে আসবেন।
আর্টেমিস টু মিশনে চাঁদের পৃষ্ঠে অবতরণ করা হবে না। তবে ভবিষ্যতের আর্টেমিস থ্রি মিশনের প্রস্তুতি হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৭ সালে আর্টেমিস থ্রি মিশনের মাধ্যমে আবার মানুষ চাঁদের মাটিতে পা রাখার পরিকল্পনা রয়েছে।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপণ হবে। নির্ধারিত দিনে উৎক্ষেপণ সম্ভব না হলে বিকল্প হিসেবে ৭, ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি তারিখ রাখা হয়েছে।
এই মিশনে ব্যবহার করা হবে ওরিয়ন মহাকাশযান, যা বহন করবে নাসার স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট। উৎক্ষেপণের পর প্রথমে পৃথিবীর কক্ষপথে মহাকাশযানের জীবনধারণ ব্যবস্থা পরীক্ষা করা হবে। এরপর চাঁদের দিকে যাত্রা শুরু করবে যানটি।
চাঁদের কাছ দিয়ে উড়ে যাওয়ার সময় মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মহাকাশযানটি আবার পৃথিবীর পথে ফিরে আসবে। আর্টেমিস টু মিশনের মাধ্যমে ৫৩ বছর পর নিম্ন পৃথিবী কক্ষপথের বাইরে মানুষ পাঠানোর যুগান্তকারী অধ্যায় শুরু হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


