আন্তর্জাতিক ডেস্ক : ৫৫ কেজির একটি মাছ নিলামে বিক্রি হয় ১৩ লাখ টাকায়। মাছটির নাম তেলিয়া ভোলা। ভারতের দিঘায় দক্ষিণ ২৪ পরগনার নৈনানের মৎস্যজীবী শিবাজী কবীরের জালে মাছটি ধরা পড়ে। খবর হিন্দুস্তান টাইমসের।
মাছটি নিলামে বিক্রি করেন শিবাজী। ৫৫ কেজি ওজনের মাছটি ডিমের জন্য পাঁচ কেজি ওজন বাদ দিয়ে নিলামে বিক্রি হয়। মাছটি নিলাম প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। মৎস্য নিলাম কেন্দ্রে তেলিয়া ভোলা মাছটি কিনতে ব্যাপক ভিড় দেখা যায়। রাতারাতি লাখোপতি হয়ে যান শিবাজী।
মৎস্যজীবীদের ‘দিঘা ফিসারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন’ এর অন্যতম কর্মকর্তা নবকুমার পয়ড়া বলেন, ‘পূর্ব ভারতের সব থেকে বড় নোনা মাছের নিলাম কেন্দ্র দিঘা মোহনা। এখানে একটি ৫৫ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ নিয়ে অনেক দামাদামী হয়েছিল। ১৩ লাখ টাকায় কিনেছেন এসএসটি নামের একটি সংস্থা।’
মৎস্যজীবীদের সূত্রে জানা যায়, তেলিয়া ভোলা মাছে পটকা জীবনদায়ী ওষুধের খোল তৈরির কাজে লাগে। এই মাছের ওজন যত বেশি, ততই বাড়ে তার পটকার দাম। তাছাড়া এই মাছটি অত্যন্ত সুস্বাদু। এই মাছ দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়। এমনকি এই মাছ শরীরের জন্যও খুব উপকারী। তাই এই মাছের দামও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।