রাজধানীতে ১ ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টি

rain

জুমবাংলা ডেস্ক : রাজধানীতে ভ্যাপসা গরম থেকে অবশেষে স্বস্তি মিলল এক ঘণ্টার টানা বৃষ্টিতে। বৃহস্পতিবার বিকালে ঢাকায় সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এই সময় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

rain

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আজ ঢাকায় বিকালে ১ ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামীকাল ও পরদিন (শুক্র-শনিবার) আকাশ মেঘলা থাকবে।

তিনি আরও বলেন, আগামী ১৮ জুন আবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে দেশের পশ্চিমাঞ্চলের কিছু জায়গা ছাড়া, এরই মধ্যে সারা দেশে কম-বেশি বৃষ্টি হয়েছে। সিলেটে সারা দিনে ১৮৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু দেশে সক্রিয় আছে। তাই এই বৃষ্টিতে বর্ষার প্রভাব রয়েছে।