জুমবাংলা ডেস্ক : চলতি রমজানের প্রতি সপ্তাহের দুইদিন ৫৫০ টাকায় ভর্তুকি দামে এককেজি গরুর মাংস এবং ১০০ টাকায় এক ডজন ডিম কিনতে পেরে খুশি হাজারো সাধারণ ক্রেতা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জেলা প্রশাসনের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রমজানের পরও এই কার্যক্রমটি চালু করার দাবি জানান ক্রেতারা।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে ৫৫০ টাকায় মাংস কিনতে এসে এই দাবি জানান তারা।
এ সময় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই মাংস ও ডিম বিক্রয় কার্যক্রম। এরআগে, সকাল থেকে শত শত নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে মাংস কিনতে অপেক্ষা করতে দেখা যায়। এ সময় পুরুষের চেয়ে নারী ক্রেতাদের উপস্থিতি ছিল অনেকটাই বেশি।
নগরীর চরঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা মোছা. নারজিফা খাতুন বলেন, ডিসি স্যারের এই উদ্যোগে আমরা খুশি। তাই দূর থেকে কম দামে মাংস কিনতে এসেছি। ঈদের পরও যদি এই উদ্যোগ চালু থাকে, তাহলে আমাদের মত গরীব মানুষদের জন্য ভালো হয়।
একই মন্তব্য করেছেন নগরীর সানকিপাড়া এলাকার রাসেল সরকার, কালীবাড়ি এলাকার আহাম্মদ হোসেনসহ আরও অনেকেই।
আকুয়া চুকাইতলা এলাকার বাসিন্দা শাহিদা ও মনোয়ারা বেগম বলেন, মাংস বিক্রির সময়ে লাইনে টোকেন দিলে ভালো হয়। এতে বাড়তি লোক লাইনে দাঁড়িয়ে মাংস না পেয়ে কষ্ট পাবেন না।
নগরীর জামতলা মোড় এলাকার বাসিন্দা নাসিমা আক্তার বলেন, এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টের কাজ। তারপরও যদি মাংস কিনতে পারি তাহলে ভালো লাগবে।
জেলা ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান বলেন, তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে আজ ৫৫০ টাকায় ভর্তুকি দামে এক হাজার ১৩৮ কেজি গরুর মাংস এবং ১০ হাজার ডিম বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ভর্তুকি দামে জনসেবার কাজ করছে জনপ্রশাসন। এতে ভর্তুকির পরিমাণ অনেক, তবুও আমরা চেষ্টা করছি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখতে।
তবে রমজানের পর এই উদ্যোগটি চালু থাকবে কি না জানতে চাইলে ডিসি বলেন, ভর্তুকির বিষয়টি বিবেচনায় নিয়ে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে কিছু ভর্তুকি দিয়ে এবং সমাজের দানশীল ব্যক্তির সহযোগিতায় চলতি রমজানে বিগত ২১ মার্চ থেকে এই কার্যক্রম শুরু করা হয়। সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার এই কার্যক্রম চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।