আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক দ্বীপে বিলাসবহুল উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। এটি দেশটির দ্বিতীয় ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে সবচেয়ে কম জনবহুল প্রকল্প হতে যাচ্ছে- যাকে বলা হবে উম্ম আল কুয়াইন। এই প্রকল্পের বাজেট হচ্ছে ৫ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় হয় ৫৫ হাজার কোটি টাকার সমান। মেগা প্রকল্পটির প্রথম ধাপ সোবহা সিনিয়া আইল্যান্ড সম্পন্ন হওয়ার পর ৮ হাজার অ্যাপার্টমেন্টে (ইউনিট) ২৫ হাজারের বেশি মানুষকে বসবাসের জন্য স্বাগত জানাবে।
সংবাদমাধ্যম খালিজ টাইমসকে দেয়া সাক্ষাৎকারে আবাসন শিল্পপ্রতিষ্ঠান ‘সোবহা রিয়েলটি’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সিস আলফ্রেড বলেন, উম্ম আল কুয়াইন উপকূলে গড়ে ওঠা ‘অনন্য এবং আইকনিক প্রকল্প’। প্রকৃতিকে সুরক্ষিত এবং অক্ষত রেখে বিলাসবহুল এবং উচ্চমানের আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে নতুন মানদণ্ড স্থাপন করবে প্রতিষ্ঠানটি।
‘সিনিয়া দ্বীপটি একটি অপার সম্ভাবনাময় রত্ন, যা প্রাকৃতিক ঐতিহ্যে পরিপূর্ণ থাকবে। আমরা এটি বিশ্বকে প্রদর্শন করতে চাই সোবহা সিনিয়ার মাধ্যমে, যা উম্ম আল কুয়াইন প্রোপার্টিজের সঙ্গে একটি যৌথ উদ্যোগ। এই উন্নয়ন প্রকল্পটি উম্ম আল কুয়াইন শহরের একটি ইতিবাচক রূপান্তর ঘটাবে। এর মাধ্যমে বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে,’ বলেন আলফ্রেড।
দ্বীপের সংযোগ সেতু প্রায় শেষের পথে, এবং খনন কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা সোবহা সিনিয়ার নৌকা নোঙরের ভিলা এবং মেরিনাস তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনসাইট অবকাঠামোর কাজ এই তিনমাসে শুরু হবে এবং এর নির্মাণ কাজ ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সুনিতা বেবির দুর্দান্ত ড্যান্স দেখে নিয়ন্ত্রণ হারিয়ে যা করলেন দর্শকরা
গত বছর সোবহা রিয়েলটি দুবাইতে ৪ দশমিক ২৪ বিলিয়ন ডলারে বিক্রয় লেনদেন সম্পন্ন করেছে এবং এই বছর আমরা ৫ বিলিয়নেরও বেশি মোট উৎপাদনের আশা করছি। সর্বমোট, ডেভেলপারের অধীনে বর্তমানে প্রায় ৪০ মিলিয়ন বর্গফুট প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যা প্রায় ২২ হাজার ইউনিটের (অ্যাপার্টমেন্ট) সমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।