বিনোদন ডেস্ক : জীবনে বয়স একটি সংখ্যা মাত্র। আর তারই প্রমাণ আবারও দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ৫৭ বছর বয়সেও কাঁপাচ্ছেন বি-টাউন। ‘পাঠান’ দিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন বলিউড বাদশা।
ক্যারিয়ারে নানা চড়াই-উৎড়াই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন শাহরুখ খান। উপাধি পেয়েছেন বলিউড বাদশা, কিং খান। শাহরুখ খান বড়পর্দায় ফিরেছেন পাঁচ বছর পর। এর আগে ‘জিরো’ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। সে সময় খুব বেশি সাফলতা পায়নি সিনেমাটি।
ছেলে আরিয়ানকাণ্ডেও বেশ ধকল গিয়েছিল শাহরুখের ওপর। অনেকে সে সময় বলেছিলেন, তার ক্যারিয়ার শেষের পথে। কিন্তু শাহরুখ সেসব কথার ভুল প্রমাণ করেছেন। নানা বিতর্কের পর ‘পাঠান’ যখন প্রেক্ষাগৃহে তখন শাহরুখভক্তদের উপচে পড়া ভিড়।
মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড শাহরুখের। আর তাতেই প্রমাণিত- শাহরুখের দিন ফুরিয়ে যায়নি। ‘পাঠান’ সিনেমার সাফল্যের ছাপ পড়েছে শাহরুখের ওপর। তার ফেসবুক স্ট্যাটাস থেকে ধারণা পাওয়া যায়। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা ৪৪ মিনিটে শাহরুখ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন।
বলা যায়, একটি উপদেশ দিয়েছেন এ অভিনেতা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কিং খানের এ স্ট্যাটাস। হলিউড সিনেমা ‘গাট্টাকা’র একটি লাইন জুড়ে দিয়েছেন নিজের স্ট্যাটাসে। সেখানে লেখা, আমি ফিরে আসার জন্য কোনো কিছু সংরক্ষণ করি না।
তার নীচেই শাহরুখ লেখেন, আমার মনে হয় জীবনটা এমনই। ফিরে আসার পরিকল্পনার জন্য না, এগিয়ে যাওয়ার জন্য। ফিরে আসবেন না, যেটা শুরু করেছিলেন সেটা শেষ করার চেষ্টা করুন। ৫৭ বছর বয়সের একটি উপদেশ।
শাহরুখের এ উপদেশ মনে ধরেছে ভক্তদের। তারই পোস্টের নীচে তার এক ভক্ত লিখেছেন, ৫৭’তে এসেও যে ২৭ এর মতো চমক দেখানো যায়, ভুবন কাঁপানো যায় সেটাই আপনি দেখালেন। আপনি আলটিমেট বাদশাহ। এছাড়া কমেন্টস বক্সে লাভ ইমোজিতে ছেয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।