বলিউড অভিনেতা আরবাজ খান দ্বিতীয়বার বিয়ে করে আলোচনায় আসেন। তার স্ত্রী সুরা খান মা হতে চলেছেন। এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে এলেন আরবাজ খান।
আরবাজ খানের জন্মদিনের আগের রাতে স্ত্রীকে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা ৫৮ বছর বয়সে বাবা হচ্ছেন। এর আগে গুঞ্জন উঠেলেও এবার তিনি স্ত্রীর হাত ধরে সামনে এসেছেন। জানিয়ে দিয়েছেন নতুন অতিথি আসার সুখবর।
আরবাজ খানের জন্মদিনের আগের রাতে স্ত্রীকে নিয়ে পোজ দিতে দেখা যায় তাকে। প্রথমে ক্যামেরার সামনে আসতে না চাইলেও পরে স্বামীর হাত ধরে হাসিমুখেই পোজ দেন সুরা।
দু’জনকে একসঙ্গে দেখে স্পষ্ট, খুব শিগগিরই খান পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে।
সুরা খান পেশায় একজন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট। আরবাজের সঙ্গে বিয়ের পর থেকেই তারা ছিলেন একান্তে, আলোচনার বাইরে। তবে এবার অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে জনসমক্ষে এসে খুশির খবর যেন নিজের মুখেই জানান দিলেন অভিনেতা।
রাতের বেলায় সাদা ফুল ফোটলেও দিনের বেলায় রঙিন ফুল ফোটে এই গাছে
মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন মডেল জর্জিয়া অ্যান্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ খান। এরপর ‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটে হেয়ারস্টাইলিস্ট সুরা খানের সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। ৯ মাস প্রেম করার পর বিয়ে করেন এ জুটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।