জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৫৮ টাকা মূল্যের এক দিনের মুরগির বাচ্চা ৯০ টাকায় বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সেতু পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানকে ৫ হাজার ও আক্তার পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম, এলএফএ মনিরুল ইসলাম ও সিইএ বিপ্লব হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরে খামারিরা অভিযোগ করছেন বাজারের ব্যবসায়ীরা ৫৮ টাকার মুরগি বাচ্চা ৯০ টাকায় বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একদিনের মুরগির বাচ্চার প্যাকেটে খামারি পর্যায়ে বিক্রয়মূল্য লেখা রয়েছে ৫৮ টাকা। কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করছেন ৯০ টাকা। দাম বেশি নেওয়ায় আদালত ওই দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।