আন্তর্জাতিক ডেস্ক : ৫৯ শতাংশ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ওপরই আস্থা রেখেছেন। এক জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য। মূল্যস্ফীতিতে জন অসন্তোষ তীব্র হলেও আগামী নির্বাচনের মাধ্যমে তিনিই ক্ষমতায় ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয়তা খানিক বাড়লেও ধারেকাছেও নেই তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অফ দ্য নেশন’ জরিপের বরাত দিয়ে শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়- ব্যক্তিগত জনপ্রিয়তায় তৃতীয় মেয়াদে সহজ জয়ের পথেই মোদি। জরিপ বলছে, এখন নির্বাচন হলে পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪২ আসনের ২৮৭টিতে জয় পাবে বিজেপি।
সমীক্ষায় অংশ নেয়া ৬৩ শতাংশ মানুষ মনে করেন ভালো করছেন মোদি। ৫৯ শতাংশ তাকে আবারো চান প্রধানমন্ত্রী হিসেবে।
অন্যদিকে, ২৬ দলীয় জোট গঠনের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়লেও মাত্র ৩২ শতাংশ মানুষ মনে করে সরকারের হাল ধরতে সক্ষম তিনি। ২৪ শতাংশ তাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে।
১৫ জুলাই থেকে ১৪ আগস্ট করা এই জরিপে অংশ নেন এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ। সূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।