বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সমস্যা থাকলেও তারা কোনোভাবেই ৫ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চায় না।

তিনি বলেন, “আমি আমার অবস্থান থেকে চিন্তা করি, আমার এক পাশে ১৯৮১ সালের জানাজা, অন্য পাশে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের জানাজা এবং আরেক পাশে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিক পথে পরিচালনা করতে পারবে।”
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতাকর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরা দেশের মানুষের সামনে এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ যে আসলে ৫ আগস্টের আগে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের।’
শনিবার (১০ জানুয়ারি) ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান আরও বলেন, “হিংসা, প্রতিশোধ ও প্রতিহিংসার পরিণতি আমরা ৫ আগস্টের ঘটনার মাধ্যমে দেখেছি। এজন্য দলের সকল সদস্য ও দেশের মানুষকে অনুরোধ, মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।”
চেয়ারম্যান বলেন, “মতবিরোধকে বিভেদে পরিণত করা গেলে জাতিকে বিভক্ত করে ফেলা হতে পারে। আজও অনেকেই হতাশা প্রকাশ করছে, কিন্তু এখনও আশা আছে। মানুষ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে চিন্তিত।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


