বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দুর্গম অঞ্চলে ফাইভজি সিগন্যাল ছড়িয়ে দিতে নতুন ড্রোন তৈরি করেছে টেলিকমিউনিকেশন জায়ান্ট এটিঅ্যান্ডটি। এর মাধ্যমে দুর্গম বা দুর্বল যোগাযোগ ব্যবস্থার এলাকায় ইন্টারনেট তরঙ্গ ছড়িয়ে দেয়া যাবে। খবর টেকরাডার প্রো।
ড্রোনগুলোকে ফাইভজি ফ্লাইং কাউ নামকরণ করা হয়েছে। বিবৃতিতে এটিঅ্যান্ডটি জানায়, পরীক্ষার সময় এসব ড্রোন ১০ স্কয়ার মাইল এলাকায় শক্তিশালী ফাইভজি তরঙ্গ বিতরণে সক্ষম হয়েছে। এটিঅ্যান্ডটির মনুষ্যবিহীন এয়ারক্রাফট সিস্টেমের (ইউএএস) প্রধান প্রোগ্রাম কর্মকর্তা ইথান হান্ট বলেন, ফাইভজি ফ্লাইং কাউ চালুর আগে বিমানবন্দরগুলোর আশপাশের এলাকায় দুর্বল এলটিই সংযোগ ছিল। আমরা ৩০০ ফুট ওপর পর্যন্ত ড্রোন উড্ডয়নের পর তরঙ্গপ্রবাহ চালু করেছি। সেখান থেকে ড্রোনগুলো ১০ স্কয়ার মাইল এলাকা পর্যন্ত শক্তিশালী ফাইভজি কভারেজ দিতে সক্ষম হয়েছে।
ড্রোনভিত্তিক ফাইভজি হটস্পটের একাধিক ব্যবহার ক্ষেত্র থাকলেও প্রাথমিক পর্যায়ে এটিঅ্যান্ডটি সম্মুখসারির যোদ্ধা তথা ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, হাসপাতাল ও উদ্ধার অভিযানের সঙ্গে সম্পৃক্তদের এ পরিষেবা গ্রহণের সুযোগ দেবে। যেকোনো সংকটময় পরিস্থিতিতে দলবদ্ধভাবে কাজ করা খুবই জরুরি। দুর্ঘটনায় পতিতদের সহায়তায় পারস্পরিক যোগাযোগ যেন নিরবচ্ছিন্ন হয়, সেটিও গুরুত্বপূর্ণ।
সাধারণত ড্রোন ব্যবহারের ক্ষেত্রে অন্যতম বড় বাধা হচ্ছে এর উড্ডয়ন সক্ষমতা। বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক ড্রোনও কয়েক ঘণ্টার বেশি আকাশে উড়তে পারে না। যেখানে ভোক্তা পর্যায়ের ড্রোনগুলো সর্বোচ্চ ৪০ মিনিট উড়তে পারে। এটিঅ্যান্ডটির ডিভাইসগুলোও বর্তমানে সীমিত সময়ের মধ্যে আবদ্ধ। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে এসব ডিভাইসের উড্ডয়ন ক্ষমতা বাড়ানো হবে।
এটিঅ্যান্ডটির মনুষ্যবিহীন এয়ারক্রাফট সিস্টেমের (ইউএএস) প্রোগ্রাম পরিচালক আর্ট প্রেগলার বলেন, বর্তমানে আমরা বেশকিছু প্রযুক্তিগত সমস্যার সমাধানে কাজ করছি, যার মাধ্যমে ড্রোনগুলোর উড্ডয়ন সক্ষমতা বা সময় বাড়ানো যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।