বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বর্তমানে প্রায় সমস্ত মোবাইল কোম্পানিগুলি তাদের নতুন স্মার্টফোন হেভি ব্যাটারি সহ লঞ্চ করছে। এবার এই লিস্টে টেক ব্র্যান্ড Honor এর নাম যোগ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 15 এপ্রিল Honor Power 5G ফোনটি 7,800mAh Battery সহ পেশ করা হবে। এই ফোনটি চীনের বাজারে সেল করা হবে, তবে ভারতীয় বাজারে এখনও পর্যন্ত এত বড় ব্যাটারি সহ স্মার্টফোন লঞ্চ হয়নি।
Honor Power এর লঞ্চ ডেট এবং ব্যাটারি
কোম্পানির বক্তব্য অনুযায়ী আগামী 15 এপ্রিল চীনের মার্কেটে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে। এই লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে Honor Power ফোনটি পেশ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি স্থানীয় সময় অনুযায়ী 7 টা 30 মিনিটে শুরু হবে এবং ভারতীয় সময় অনুযায়ী 5টা স্ট্রিম করা যাবে।
এই ফোনের বিশেষত্ব হল এর সবচেয়ে বড় 7,800mAh Battery। এই ফোনটিতে ডুয়েল পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। বর্তমানে এখনও পর্যন্ত আপকামিং Honor Power ফোনের লঞ্চ ডেট এবং ব্যাটারি ডিটেইলস ছাড়া অন্যান্য তথ্য জানা যায়নি। এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন জানার জন্য 15 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভারতের বড় ব্যাটারি সহ স্মার্টফোন
7,800এমএএইচ ব্যাটারি সহ Honor Power স্মার্টফোনটি চীনে লঞ্চ করা হবে। তবে এই সপ্তাহে ভারতীয় বাজারে বড় ব্যাটারি সহ iQOO Z10 স্মার্টফোনটি পেশ হতে চলেছে। এটি ভারতের প্রথম 7,300mAh Battery সহ স্মার্টফোন হবে। এই ফোনের দাম প্রায় 20 হাজার টাকা রাখা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge ফিচার দেওয়া হবে।
iQOO Z10 ফোনটিতে 5000 নিটস পর্যন্ত লোকাল পিক ব্রাইটনেস আউটপুট সহ একটি Quad Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই iQOO ফোনের স্ক্রিনের সাইজ 6.78 ইঞ্চির হতে পারে। ফোনটির থিকনেস মাত্র 0.789cm, এর ফলে 7300mAh ব্যাটারি সহ এটি সবচেয়ে পাতলা স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে iQOO 5G ফোনটি luxurious Stellar Black এবং sophisticated Glacier Silver এর মতো দুটি কালার অপশনে বাজারে পেশ করা হবে।
iQOO Z10 5G ফোনটিতে কোয়ালকমের Snapdragon 7s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে। এই প্রসেসর 8.2 লক্ষ্যের বেশি AnTuTu বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি সিপিইউ 2.5GHz ক্লক স্পীডে কাজ করে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।