জুমবাংলা ডেস্ক : ফ্লাইট ওঠা-নামায় ঝুঁকি তৈরি হওয়ায় শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে প্রিয়াংকা হাউজিংয়ের ছয়টি ভবন ভাঙা হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, অনুমোদনের বাইরে মালিকেরা উঁচু করেছেন ভবন। বর্ধিত অংশ ভেঙে ফেলতে এরই মধ্যে কমিটি করেছে সিভিল এভিয়েশন।
রাজধানীর উত্তরার প্রিয়াংকা রানওয়ে সিটির ১ নম্বর রোডের ৯ নম্বর প্লটের বাড়িটির অনুমোদন ছিল তিন তলার, কিন্তু করা হয়েছে সাত তলা। ১৩ নম্বর প্লটের বাড়িটি চার তলার অনুমতি নিয়ে আট তলা করা হয়েছে। ২৬, ৩০, ৩৬ ও ৫১ নম্বর প্লটের ভবনগুলোর উচ্চতাও বাড়ানো হয়েছে।
সিভিল এভিয়েশন জানায়, এই ভবনগুলো বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামায় ঝুঁকি তৈরি করছে। থার্ড টার্মিনাল চালু হলে সংকট বাড়বে।
এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের বেবিচক সদস্য এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক বলেন, বড় এয়ারলাইনস কোম্পানিগুলো যখন দেখবে ঢাকায় ফ্লাইট ওঠা-নামার ক্ষেত্রে সেফটি মার্জিন মেইনটেইন করা যাচ্ছে না, তখন তারা এখানে ফ্লাইট অপারেশনে অনীহা দেখাবে। যা বাংলাদেশের রাজস্বসহ সার্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর। এ কারণেই শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে প্রিয়াংকা হাউজিংয়ের ছয়টি ভবন ভাঙা হবে।
এরই মধ্যে রানওয়ের পাশে ১৩টি ভবন চিহ্নিত করা হয়েছে। অনুমোদনহীন অংশ ভাঙার পদক্ষেপ নিয়েছে রাজউক। এ ছাড়া প্রিয়াংকা হাউজিংয়ের ঝুঁকিপূর্ণ অংশে নির্মাণকাজ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।