জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুর উপজেলার যুবদলের ৬টি ইউনিয়নের কমিটি শনিবার ঘোষণা করা হয়। সেখানে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর রয়েছে। তবে সদস্য সচিব ফেসবুক লাইভে গিয়ে ঘোষণা দেন ওই কমিটি তিনি করেননি। সেখানে তার যে স্বাক্ষর রয়েছে সেটি জাল করা হয়েছে। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা যুবদলের নেতাকর্মীরা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার ৬টি ইউনিয়ন যুবদলের কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেই কমিটি ভেঙে দেয়া হয়। পরে নতুন করে উপজেলার মাওনা, কাওরাইদ, তেলিহাটি, বরমী, রাজাবাড়ী ও গাজীপুর ইউনিয়নের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটির ঘোষণাপত্রে উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ ও সদস্য সচিব মাইদুল রহমান খানের স্বাক্ষর রয়েছে।
ওই ৬টি কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর সদস্য সচিব মাইদুল রহমান খান তার নিজের ফেসবুক লাইভে গিয়ে বলেন, ‘আমি ফেসবুকে দেখতে পেয়েছি যে, আমার স্বাক্ষর জাল করে শ্রীপুর উপজেলা অধীনস্থ যুবদলের যে ৮টি ইউনিট আছে এই আটটি ইউনিট থেকে ছয়টি ইউনিটের কমিটি পাবলিশ করা হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না। সেখানে আমার স্বাক্ষর জাল করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের কয়েকজন নেতা জানান, উপজেলা যুবদলের আহ্বায়ক ছিল আতাউর মোল্লা। তিনি জেলা যুবদলের আহ্বায়ক হওয়াতে সারোয়োর হোসেন শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান। সারোয়া হোসেন তার নিজস্ব কর্মীদের কাছ থেকে অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা করেন। এতে ত্যাগী নেতাদের বাদ রাখায় সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব মনগড়া কমিটি ও সদস্য সচিবের স্বাক্ষর জাল করার পেছনে ঊর্ধ্বতন নেতাদেরও হাত রয়েছে।
মক্কা-মদিনায় সেলফি-ভিডিওতে ব্যস্ত মুসল্লিরা, যা বললেন কাবার ইমাম
স্বাক্ষর জালের বিষয়ে জানতে উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার হোসেন শেখের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।