স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসরে চলে যান বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের রোহিত শর্মা। তবে যাওয়ার আগে সেই আসরে অনন্য এক রেকর্ড গড়েন বাংলাদেশ-ভারতের এ দুই কিংবদন্তি ক্রিকেটার। এই দুই কিংবদন্তি টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৯টি আসরে অংশ নিয়ে গড়েন এ রেকর্ড। যা আর কোনো ক্রিকেটারের ছিল না। ২০০৭ সাল থেকে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর মাঠে গড়ায়। ২০২৪ পর্যন্ত তারা সবকটি আসরেই অংশ নেন।
সেই বিশ্বরেকর্ডের কয়েক মাস পর এই রেকর্ডে একসঙ্গে নাম লিখিয়েছেন আরও ৬ জন ক্রিকেটার। অবশ্য এই ৬ জন নারী ক্রিকেটার। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭ সালে শুরু হলেও দুই বছর পর ২০০৯ সাল শুরু হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেখতে দেখতে সেটিও এসে ঠেকেছে নবম আসরে। যেটি এখন চলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আয়োজক দেশ বাংলাদেশ।
সেই ক্রিকেটাররা হলেন- ভারতের হারমানপ্রীত কৌর, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং সুজি বেটস, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর ও অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি। ৯ বিশ্বকাপ খেলা তারকাদের মধ্যে পেরিই সবচেয়ে সফল ক্রিকেটার। নারীদের টি-টোয়েন্টিতে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পেরি সেই সুবাদে হয়েছেন নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে সফল তারকা।
বাকিদের মধ্যে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলরের। ২০১৬ সালে তার নেতৃত্বেই অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা।
https://x.com/ICC/status/1842501381560619504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1842501381560619504%7Ctwgr%5E2d81d2157363010beedc08baf7abcc36be06a923%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.channel24bd.tv%2Fsports%2Farticle%2F232896%2FE0A6B8E0A6BEE0A695E0A6BFE0A6AC-E0A6B0E0A78BE0A6B9E0A6BFE0A6A4E0A787E0A6B0-E0A6ACE0A6BFE0A6B6E0A78DE0A6ACE0A6B0E0A787E0A695E0A6B0E0A78DE0A6A1E0A787-E0A68FE0A695E0A6B8E0A699E0A78DE0A697E0A787-E0A6ADE0A6BEE0A697-E0A6ACE0A6B8E0A6BEE0A6B2E0A787E0A6A8-E0A7AC-E0A695E0A78DE0A6B0E0A6BFE0A695E0A787E0A69FE0A6BEE0A6B0%3Ffbclid%3DIwY2xjawFuVmVleHRuA2FlbQIxMAABHeutZBhmmZj37Hykd3Nrrrp3OGlebXnNuL71yBfr7pVKiqVfVzSSBFN6AA_aem_Dv9z1obCt8GWSNB_UuW6sg
ভারতের অধিনায়ক হারমানপ্রীত চারবার সেমিফাইনাল খেলেছেন। একবার গিয়েছেন ফাইনাল পর্যন্ত। নিউজিল্যান্ডের সুজি বেটস আর সোফি ডিভান দুইবার রানার্সআপ এবং দুইবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।